ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ৬৭ শতাংশ কাজ শেষ হয়েছে

প্রকাশিত: ০৫:১১, ২৩ সেপ্টেম্বর ২০১৭

খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ৬৭ শতাংশ কাজ শেষ হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ৬৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। খুলনা পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক কামাল উদ্দিন আহমেদ বলেন, বড় প্রকল্পের কাজ বলে একটু সময় লাগছে। কাজ চলাকালীন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি ২০১৮ সালের জুনে কাজ শেষ হবে। ওয়াসা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বরে মহানগরীতে পানির পাইপ ও স্যুয়ারেজ লাইন বসানোর কাজ শুরু করে ওয়াসা। মহানগরীতে সুপেয় পানির শতভাগ চাহিদা মেটাতে ‘ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক’ প্রকল্পটির কাজ চলছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৭৫০ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫২৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৭৮ লাখ টাকা অর্থায়ন করছে। এডিবির অর্থায়নে ৩টি ইন্টারন্যাশনাল কন্ট্রাক বিডি-আইসিবি প্যাকেজ ও ২টি ন্যাশনাল কন্ট্রাক বিডি-এনসিবি প্যাকেজ ৭টি ডিস্ট্রিবিউশন রিজার্ভার এবং ১০টি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের মাঠপর্যায়ের কাজ চলছে। ২০১৮ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হলে নগরীতে প্রতিদিন ১ কোটি ১০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
×