ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য সৌদির ৯৪ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামে

প্রকাশিত: ০৫:০৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য সৌদির ৯৪ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার রাতে বিভিন্ন ধরনের ৯৪ টন পণ্য নিয়ে সৌদি আরবের একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার সকালে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এ নিয়ে ৬ দেশ থেকে রোহিঙ্গাদের জন্য মোট ৩৪৪ মেট্রিক টন ত্রাণসামগ্রী এসেছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শুক্রবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন ঢাকার সৌদি রাজকীয় দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর সেলিম। এ সময় সৌদি দূতাবাস, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমান বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি থেকে ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, বিছানার ছাদর, ময়দা, চিনি ও খেজুর। এগুলো কক্সবাজার জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের কাছে হস্তান্তর করবে চট্টগ্রাম প্রশাসন। এ নিয়ে রোহিঙ্গাদের জন্য ত্রাণ এসেছে মোট ৩৪৪ মেট্রিক টন। এর মধ্যে ভারত ১০৭ টন, সৌদি আরব ৯৪ টন, ইন্দোনেশিয়া ৭৭ টন, ইরান ৪০ টন, মরক্কো ১৪ টন এবং মালয়েশিয়া ১২ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
×