ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শিশুপার্ক

প্রকাশিত: ০৫:০৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘ শিশুপার্ক

খুলনা মহানগরীর ‘তারের পুকুর’ বিলুপ্ত হয়েছে অনেক দিন আগে। বিলুপ্ত পকুরের বুকে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক তৈরি করা হয়েছে। এর পোশাকি নাম ‘জাতিসংঘ শিশু পার্ক’ হলেও এটি তারের পুকুর পার্ক নামেও প্রচলিত। নগরীতে এমনি অনেক স্মৃতিপূর্ণ অবকাঠামো বিলুপ্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে বিনোদন কেন্দ্র। হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য। এসব এলাকার প্রকৃত নাম যাই হোক না কেন প্রচলিত নামেই পরিচয় বহন করে চলেছে। খুলনা মহনগরীর শান্তিধাম মোড়ের কাছে জাতিসংঘ শিশু পার্কটি অবস্থিত। পার্কটির একদিকে খানজাহান আলী রোড আর এক পাশে ইসলামপুর রোড। স্থানীয়রা জানান, ১৯ ৮৪-৮৫ সালের দিকেও পার্কের স্থানটিতে বিরাট একটি পুকুর ছিল। সংস্কার অভাবে শুষ্ক মৌসুমে পানি ব্যবহার অনুপযোগী হয়ে যেত। বছরের বাকি সময়ে বহু মানুষ এই পুকুরে গোসল করত, পুকুরের পানি ব্যবহার করত। পুকুরটির নাম ছিল তারের পুকুর। কেন তারের পুকুর নাম হয়েছিল তার সঠিক তথ্য জানা যায়নি। তবে একাধিক ব্যক্তি বলেন, পুকুরটি তারকাঁটার বেড়া দিয়ে ঘেরা ছিল। এ জন্য এটি তারের পুকুর নামে পরিচিতি পায়। খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর এই পুকুরটি ভরাট করা হয়। এর পর সেখানে সেড তৈরি করে পাইকারি কাঁচাবাজার বসানো হয়। যদিও তারের পুকুর পাইকারি কাঁচাবাজার দীর্ঘস্থায়ী হয়নি। পরে সিটি কর্পোরেশন সেখানে শিশুদের বিনোদনের জন্য পার্ক তৈরি করে। পার্কটির একাধিক নাম পরিবর্তন হয়ে পোশাকী নাম হয়েছে ‘জাতিসংঘ শিশু পার্ক’। এই নামটি আপামর জনসাধারণের কাছে পরিচিতি পায়নি। পুকুরটি বিলুপ্ত হলেও মানুষের মুখে মুখে প্রচলিত ‘তারের পুকুর এলাকা’ বা ‘তারের পুকুর পার্ক’ নামে। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকা ময়লাপোতার মোড়। এক সময় ওই স্থানটিতে ময়লা-আবর্জনা ফেলা হতো বলে ময়লাপোতা নাম হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। মোড়টি কেডিএ এভিনিউ, শের-এ-বাংলা রোড ও ফরাজিপাড়া রোডের সংযোগস্থল। এলাকাটি এখনও নতুন কোন নামে পরিচিতি পায়নি। ময়লাপোতা মোড় বলেই চেনে সকলে। পিকচার প্যালেস সিনেমা হল বন্ধ হয়েছে বহুদিন আগে। হলটির রমরমা অবস্থার সময় এর সামনের মোড়টি পিকচার প্যালেস মোড় নামে ব্যাপক পরিচিতি লাভ করে। যারা এই হলে সিনেমা দেখেননি, হলটি সম্পর্কে যাদের কোন ধারণা নেই তারাও পিকচার প্যালেস মোড় চেনেন। অথচ মোড়টি হলো লোয়ার যশোর রোড ও স্যার ইকবাল রোডের সংযোগস্থল। একইভাবে উল্লাসিনী, সোসাইটি, সঙ্গীতা, বৈকালী, চিত্রালী প্রভৃতি সিনেমা হলের নামে এলাকার পরিচিতি লাভ করে। এর মধ্যে উল্লাসিনী দীর্ঘকাল আগে বন্ধ হয়েছে। বৈকালী সিনেমা বন্ধের পর অবকাঠামো বিলুপ্ত হয়েছে অনেকদিন আগে। কিন্তু বৈকালী মোড় নামটি যেন অক্ষয় হয়ে আছে মানুষের মনে। শিল্প প্রতিষ্ঠানের নামেও নগরীর বহু এলাকার পরিচিতি পেয়েছে। এর মধ্যে কিছু কারখান বন্ধের পর অবকাঠামো বিলুপ্ত হয়েছে। এ ছাড়া রয়্যাল মোড়, সাত রাস্তার মোড়সহ নগরীর অনেক গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে যা মানুষের দেয়া নামেই পরিচয় বহন করে চলেছে। অমল সাহা খুলনা অফিস থেকে
×