ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে সেমিনার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘শিক্ষা ও গবেষণায় নৈতিকতা’ শিরোনামে একটি সেমিনার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ডিন এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবিএম ফারুক এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম। বিজ্ঞপ্তি।
×