ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে জাল নোটসহ নারী আটক

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সিলেটে জাল নোটসহ নারী আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লামা চন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে ১০১টি ৫০০ টাকার জাল নোটসহ এক নারীকে আটক করেছে র‌্যাব। আটক নারীর নাম আফিয়া বেগম (৪৫), স্বামী সিরাজ উদ্দিন। জাল নোট কারবারি গ্রেফতারকৃত নারী সিলেট জেলার বিভিন্ন থানায় জাল নোট সরবরাহ করে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ত্রাণবাহী ট্রাক উল্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা বাংলাদেশে আসা রাখাইন মুসলিম নাগরিকদের জন্য ত্রাণ নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে চাকঢালায় ট্রাক উল্টে খাদে পড়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমানসহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ। বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সকল সদস্য শোকাহত ও মর্মাহত। বিজ্ঞপ্তি। খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফএসটি মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘টেকসই উন্নয়নে প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ ও খাদ্যপণ্যে ভেজাল নিরূপণে আইএফএসটির কার্যক্রম’ শীর্ষক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআয়ের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন আব্দুল মাবুদ, সদস্য (প্রশাসন) বিসিএসআইআর। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. জহুরুল হক, পরিচালক, আইএফএসটি বিসিএসআইআর। সভাপতির বক্ত্যবে মোঃ আব্দুল মাবুদ, সদস্য (প্রশাসন) বলেন, আমরা চাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সুস্থ সবল ও কর্মঠ মানুষ। আমরা এগিয়ে যেতে চাই। বিসিএসআইআর একটি জাতীয় প্রতিষ্ঠান এটা আমাদের সকলের। আপানাদের পরামর্শ আমাদের এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞপ্তি।
×