ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত। এতে সমাজের মানুষের দুঃখ কষ্ট হ্রাস পায়। সমাজে ভারসাম্যতা আসে। অসহায় মানুষের পাশে যিনি দাঁড়ালেন তার মধ্যে প্রশান্তি আসে। আবার অসহায় মানুষ যারা সেবা পেলেন তাদের মধ্যেও শান্তি বিরাজ করে। এতে উভয়ই উপকৃত হবেন। এই সময় তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যামে ইউনিয়ন পর্যায়ে সরকারের মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ারও প্রশংসা করেন। তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে এ কথা বলেন। এই সময় আলোচনা করেন তার সহধর্মণী বিনতা মাহবুব। ডাঃ মোরশেদা পারভীনের সভাপতিত্বে আলোচনা আরও অংশ নেন কলমা ইউপি চেয়ারম্যান মোতালেব শেখ, কনসার ইউপি চেয়ারম্যান আবুল কালম আজাদ, গোলাম কবির ও মুক্তিযোদ্ধা রোস্তম আলী।
×