ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ধর্ষক ইউপি মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭

কেরানীগঞ্জে ধর্ষক ইউপি মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার নুরুজ্জামান দেওয়ানের বিরুদ্ধে প্রতিবেশী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার আদালতে একটি মামলা করেছেন। শুক্রবার সকালে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় অভিযুক্ত মেম্বারের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীর পরিবার, ৫নং ওয়ার্ডের মেম্বার জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির আহমেদ, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেদ আলীসহ শতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন। ধর্ষণের শিকার ওই তরুণী মানববন্ধনে অংশ নিয়ে জানান, কয়েক মাস পূর্বে প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। এরপর তিনি বাবা-মার অভাবের সংসারে এসে আশ্রয় নেন। এ সময় স্থানীয় মেম্বার নুরুজ্জামান দেওয়ান তাকে মাদার হোসেন নামে প্রতিবেশী এক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। নুরুজ্জামান সম্পর্কে তার মামা হন। পাত্র কক্সবাজারে অবস্থান করছে এবং সেখানে গিয়ে বিয়ে হবে জানিয়ে গত ৭ সেপ্টেম্বর নুরুজ্জামান তাকে নিয়ে কক্সবাজারের হোটেল গ্রীন প্যালেসের ৩০৬ নম্বার রুমে ওঠেন। হোটেলকক্ষে নুরুজ্জামান তাকে একধিকবার ধর্ষণ করেন এবং কাউকে ঘটনা জানালে বা থানায় মামলা করলে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেন। ৯ সেপ্টেম্বর তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলেও তারা মামলা নেয়নি। এরপর ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণজনিত পরীক্ষা করেন।
×