ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে মালিকানা নিয়ে টানাপোড়ন

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

চাঁপাইয়ে মালিকানা নিয়ে টানাপোড়ন

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, মাত্র দুই মিটার সড়কের জন্য পুরো যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়েছে পরিবহন সেক্টরে। সড়কটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোর্ট সংলগ্ন রেলস্টেশনের লাগুয়া হুজরাপুরস্থ মোড় হয়ে আলিনগর হাইস্কুল পর্যন্ত। গুরুত্বপূর্ণ দুই শত মিটারের সড়কটির ধারে রয়েছে ঢাকা বাসস্ট্যান্ড, জেলা কৃষি সম্প্রসারণ অফিস, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকদের অফিস, ট্রাক টার্মিনাল, রেলবাজার, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, চালের আড়ত ও দুটি গুরুত্বপূর্ণ হোটেল, জেলা শহরের প্রধান খাদ্য গুদাম ও আবাসিক ভবন রয়েছে। কিন্তু সড়কটির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। পৌরসভা বলছে এটি তাদের সড়ক না। পাশাপাশি সড়ক বিভাগ ও এলজিডিও একই ধরনের মতামত দিয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি নাচোল, গোমস্তাপুর, নওগাঁসহ পুরো বরেন্দ্র অঞ্চলকে সংযোগ দিয়েছে। এমনকি ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি এ সড়কের ওপর না উঠলে গন্তব্যে পৌঁছতে পারবে না। এমনকি প্রধান শহর পুরান বাজার, হাসপাতাল, নিউমার্কেট ও শান্তির মোড় শিবগঞ্জসহ একাধিক ওয়ার্ডে মানুষ ও পরিবহন এ রাস্তায় না উঠলে গন্তব্যে যেতে পারবে না। এমনকি রেলে আসা যাত্রীরাও এ সড়কটি ব্যবহার করলেও সংস্কার নেই কয়েক বছর ধরে। ফলে এর কংক্রিট ও পাথর দিয়ে মোড়া অংশের কোন অস্তিত্ব নেই। বেরিয়ে পড়েছে আদি মাটির অংশ। খাদের সৃষ্টি হয়েছে কয়েকশ’। পৌরসভাসহ তিন বিভাগের বক্তব্য সড়কটি তালিকাভুক্ত নয়। নম্বরবিহীন কোন সড়কের সংস্কার ও পুনঃনির্মাণের দায়দায়িত্ব সওজ, পৌরসভা বা এলজিডির নেবার সুযোগ নেই। ১০/১২ বছর আগে একবার স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপে সংস্কার করা হয়েছিল। বর্তমানে শহরে আসতে বা বের হতে ও বরেন্দ্র অঞ্চলের প্রবেশের এটি একটি বাইপাস সড়ক। কিন্তু তিন বিভাগের মালিকানা নিয়ে ঠেলাঠেলির কারণে বাড়ছে জনদুর্ভোগ।
×