ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুলদীপের নিজেরও বিশ্বাস হচ্ছে না!

প্রকাশিত: ০৪:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

কুলদীপের নিজেরও বিশ্বাস হচ্ছে না!

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনন্য এ কীর্তি গড়ে চেতন চৌহান ও গ্রেট কপিল দেবের পাশে নাম লিখিয়েছেন উত্তর প্রদেশে জন্ম নেয়া ২২ বছর বয়সী প্রতিভাবান এ স্পিনার। কুলদীপের নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না, ‘স্বপ্নেও কখনও ভাবিনি এমন দিন আসবে। অথচ ইডেনে শুরুর দিকে বোলিং করতে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে বল গ্রিপ করতে। ইশ্বরকে ধন্যবাদ, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে হ্যাটট্রিক করতে পেরেছি। ভারত জয় পেয়েছে বলে আনন্দটা আরও বেশি। এভাবে নিজের সেরাটা দিয়ে অবদান রাখতে চাই। নবীন সদস্য হয়েও সবার সমর্থন পাচ্ছি। এটা আমার জন্য বড় অনুপেরণা।’ নিজেরা ২৫২ রান করার পর অস্ট্রেলিাকে ২০২ রানে গুঁড়িয়ে দিয়ে ৫০ রানের জয় পেয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। ইন্দোরে তৃতীয় ওয়ানডে রবিবার। দীর্ঘ ইতিহাসে ওয়ানডেতে এর আগে ভারতের হ্যাটট্রিকের রেকর্ড সংখ্যা ছিল মাত্র দুই। প্রায় ২৬ বছর পর সেই সংখ্যাটাকে দুই থেকে তিনে নিয়ে এলেন বাঁহাতি তরুণ স্পিনার কুলদীপ যাদব। ১৯৮৭ সালের বিশ্বকাপে নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন চেতন শর্মা। চার বছর পরেই ১৯৯১ সালে কলকাতার এই ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সাবেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের ওয়ানডে ক্রিকেটে যে তিনটি হ্যাটট্রিক হয়েছে তার সবকয়টিই ঘরের মাঠে। ৩৩তম ওভারে বল হাতে আসেন কুলদীপ। ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ওয়েডকে সরাসরি বোল্ড করেন, পরের বলে নতুন ব্যাটসম্যান এ্যাস্টন এ্যাগারকে এলবিডব্লিউর মাধ্যমে সাজঘরে পাঠান, ওভারের চতুর্থ বলটিই ছিল ইনিংসের সেরা বল অসাধারণ এক গুগলি দিলেন বল কামিন্সের ব্যাটে ছুঁয়ে মাহেন্দ্র সিং ধোনির গ্লাভসেÑ ইতিহাসের পাতায় কুলদীপ। পুরো ইডেন গার্ডেন্সজুড়ে তখন বুনো উল্লাস। ম্যাচ শেষেই মিডিয়া ও লিজেন্ডদের প্রশংসায় ভাসেন কুলদীপ যাদব, ভারতীয় স্পিন লিজেন্ড হরভজন সিংও প্রশংসায় ভাসিয়েছেন এই তরুণ স্পিনার কুলদীপ যাদবকে। তার ব্যক্তিগত টুইটার একাউন্টে পোস্ট, ‘ইডেন গার্ডেন্সে তোমার ভয়ঙ্কর কীর্তির জন্য ধন্যবাদ কুলদীপ যাদব, স্পেশাল ভেন্যুতে সব অফার সবসময় স্পেশাল কিছুই হয়।’ ধন্যবাদ জানিয়ে কুলদীপের উত্তর, ‘ভাজ্জি (হরভজন) ভারতীয় ক্রিকেটের একজন লিজেন্ড। তোমার প্রশাংসা আমাকে সামনে আরও ভার করতে অনুপ্রাণিত করবে।’ কুলদীপ আরও বলেন, ‘আমার মুখোমুখি হলে ওয়ার্নার চাপে পড়ে যায়। হয়তো আউট করব ভেবে! তবে আমি কোন চাপ নিই না। আমি ওকে বল করতে ভালবাসি। কারণ প্রতিবার ভাবি ওকে আউট করতে পারব। ওয়ার্নারকে আউট করার জন্য আমার কাছে আলাদা গেম প্ল্যান থাকে।’ উত্তর প্রদেশের কানপুরে জন্ম নেয়া কুলদীপ একজন জেনুইন রিস্ট স্পিনার হয়েও চ্যায়নাম্যান ডেলিভারির জন্য বিশেষভাবে আলোচিত। মাত্রই গত মার্চে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। খেলেছেন ২ টেস্ট, ৯ ওয়ানডে ও দুটি টি২০। শ্রীলঙ্কা সফরে ওয়ানডের পর এই সিরিজে বিশ্রামে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যুভেন্দ্র চাহালের সঙ্গে স্পিন জুটিতে দলকে ওড়াচ্ছেন তরুণ কুলদীপ যাদব।
×