ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া দলে দুই নতুন মুখ

প্রকাশিত: ০৪:৩১, ২৩ সেপ্টেম্বর ২০১৭

প্রোটিয়া দলে দুই নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাটিতে ২৮ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্টের মধ্য দিয়ে টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্টের জন্য শুক্রবার দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দল ঘোষণায় দুই নতুন মুখ আছে। একজন এইডেন মারক্রাম। আরেকজন আনদিলে ফেলুকায়ু। এরমধ্যে মারক্রামের প্রথম টেস্টে টেস্ট অভিষেকও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে শুরু হওয়ার অপেক্ষায় থাকা প্রথম টেস্টে ২২ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান মারক্রাম যে নিশ্চিত খেলছেন সেই নিশ্চয়তা দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম থেকেই স্পষ্ট হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরেও টেস্ট দলে ছিলেন ‘এ’ দলের চারদিনের ম্যাচের দলের এ অধিনায়ক। কিন্তু কোন ম্যাচই খেলার সৌভাগ্য হয়নি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই তার টেস্ট অভিষেক হতে চলেছে। অলরাউন্ডার আনদিলে ফেলুকায়ুও ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেই ছিলেন। কিন্তু টেস্ট খেলার সৌভাগ্য তারও হয়নি। এবার তারও সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে সেই দলে অলরাউন্ডার ওয়েন পারনেলকে নেয়া হয়েছে। ভেরনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন নেই। এ তিন ক্রিকেটার যে থাকবেন না টেস্ট সিরিজে তা আগেই জানা হয়ে গেছে। হেইনো কুহন ও স্টিফেন কুকও নেই দলে। অবশ্য পারনেলকে দলে নেয়া হলেও এখনও তার খেলা নিশ্চিত নয়। কারণ তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। সেই টেস্টে উতরে গেলেই শুধু টেস্ট খেলতে পারবেন পারনেল। যদি পারনেল ফিটনেস টেস্টে ‘পাস মার্ক’ না পান এজন্য উইয়ান মুলদারকেও রাখা হয়েছে। পার্নেল বাদ পড়লেই মুলদার দলে যোগ হয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নির্বাচক কমিটির আহ্বায়ক লিনডা জোনডি মারক্রামের দলে অন্তর্ভুক্তি নিয়ে বলেছেন, ‘এইডেন আগে থেকেই দলে কড়া নাড়ছিল।’ সঙ্গে যোগ করেন, ‘সে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে গিয়েছিল। সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। পুরো বছর জুড়ে সে উন্নতি করেছে। সে অনুর্ধ-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাফল্যে অধিনায়ক ছিল। এমনকি দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলেরও নেতৃত্ব দিয়েছে।’ ফেলুকায়ু ও পারনেল, দুই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা দলে আছে। এ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে লিনডা বলেন, ‘দুই অলরাউন্ডার একাদশকে ব্যালান্স করবে। কয়েকজন তরুণ ক্রিকেটারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যত পরিকল্পনা থেকেই তা করা হয়েছে।’ টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থাকবেন ফাফ ডু প্লেসিস। রয়েছেন হাশিম আমলা, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, মরনে মরকেল, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা। সঙ্গে আছেন টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, এইডেন মারক্রাম, দুয়ানে ওলিভার, আনদিলে ফেলুকায়ু। নতুনদের মধ্যে মারক্রাম ও ফেলুকায়ুর দিকেই বিশেষ নজর থাকছে। ইংল্যান্ডে প্রথম টেস্টে ফাফ ডু প্লেসিসের বিকল্প হিসেবে দলে থাকলেও অভিষেক হয়নি মারক্রামের। এরপর ভারত ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুইটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের অধিনায়কত্ব করেন এ তরুণ ক্রিকেটার। সিরিজে দুটি হাফসেঞ্চুরিসহ করেছেন ১৯৪ রান। ২০১৪ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার আন্তর্জাতিক অভিষেকের স্বপ্ন দেখতে পারেন। ঘরোয়া প্রতিযোগিতা সানফয়েল সিরিজে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে নির্বাচকদের নজর কেড়েছেন ২২ বছরের মারক্রাম। এবার সুযোগ পেলে মারক্রামের সেটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ৩৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ও ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি এই ২২ বছর বয়সীর। অন্যদিকে ফেলুকায়ু ১৭টি ওয়ানডে ও ৭টি টি২০ খেলেছেন। আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। দক্ষিণ আফ্রিকা দল ॥ ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মরনে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।
×