ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেলেন করিম স্মরণে উদীচীর আয়োজন

প্রকাশিত: ০৪:২৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

হেলেন করিম স্মরণে উদীচীর আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা হেলেন করিমকে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করল উদীচী। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদীচীর আয়োজনে হেলেন করিমের স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই হেলেন করিমের পরিচিতি পাঠ করেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, মাহফুজ আলী মল্লিক, মোনায়েম সরকার, আব্দুল হালিম, মোফাখারুল ইসলাম জাপান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ, মির্জা কামরুন্নাহার মলি, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং হেলেন করিমের সন্তান তমাল মেহেদী। এছাড়া, একক সঙ্গীত পরিবেশন করেন তাজিম সুলতানা, মঞ্জুশ্রী দাশগুপ্তা, মাহমুদ সেলিম ও সুরাইয়া পারভীন। আবৃত্তি পরিবেশন করেন বদরুল আহসান খান ও বেলায়েত হোসেন। এছাড়া, সত্যেন সেনকে নিয়ে হেলেন করিমের লেখা থেকে কিছু অংশ পাঠ করে শোনান শিখা সেনগুপ্তা। ‘ও আলোর পথযাত্রী’ গানটির সয়েমড় নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা আফরিন। হেলেন করিম ছিলেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের শেষ বয়সের অন্যতম সাথী। বয়সের কারণে যখন সত্যেন সেনের দৃষ্টি ক্ষীণ হয়ে পড়ে এবং চলার শক্তি কমে যায় তখন হেলেন করিমই সার্বক্ষণিকভাবে সত্যেন সেনের সঙ্গে ছিলেন। সত্যেন সেন যেখানেই যেতেন, তার সঙ্গী হতেন হেলেন করিম। এছাড়া, ১৯৬৬ সালের শেষ দিকে ঢাকার নারিন্দার মুনির হোসেন লেনে হেলেন করিমের বাসাতে দীর্ঘদিন অবস্থান করেছিলেন সত্যেন সেন। সে সময় ওই বাসাটি হয়ে ওঠে উদীচী ও খেলাঘরের নেতাকর্মীদের প্রশিক্ষণশালা। এছাড়া, উদীয়মান লেখক-শিল্পীরাও ভিড় করতেন সেখানে। হেলেন করিমের স্বামী করিম সাহেব ছিলেন প্রেস শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সাংবাদিক। তিনিও এসব কাজে সর্বাত্মক সমর্থন দিতেন।
×