ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৪:২৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার সকালে তার মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, আগের চেয়ে ভাল আছেন ডিপজল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিন্তার কোন কারণ নেই। বেশকিছু চেকআপ দেয়া হয়েছে বলে জানিয়েছে অলিজা। আমরা আশা করছি, প্রয়োজনীয় চিকিৎসা শেষে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। গত মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তার ফুসফুসে পানি জমেছে। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত বুধবার বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এদিন রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার মেয়ে অলিজা মনোয়ার। এদিকে মনোয়ার হোসেন ডিপজলের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। রাজধানীর এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। ১৩ অক্টোবর মুক্তি পাবে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম। এছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশকিছু অংশের কাজ তিনি শেষ করেছেন। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা আঁচল।
×