ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অলসতারোধে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

অলসতারোধে প্রশিক্ষণ

শ্রেণীকক্ষে শিক্ষক ক্লাস নিচ্ছেন, আর পেছনে শিক্ষার্থীরা ঘুমাচ্ছে। ক্লাসে শিশুদের অবসাদগ্রস্ত হয়ে পড়ার ঘটনা পুরনো কিছু না। প্রায়ই ঘটে এমন ঘটনা। ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এক জরিপে দেখেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচী শিশুদের অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এতে অলস শিশুদের ক্লাসে উপস্থিতি বাড়ছে।-বিবিসি অনলাইন মানুষের ভ্রুণে পরিবর্তন ব্রিটেনে প্রথমবারের মতো মানুষের ভ্রুণে পরিবর্তন আনতে পেরেছেন বিজ্ঞানীরা। ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের একটি গবেষক দল প্রাণের প্রথম দিকের অস্তিত্বের রহস্যের জট খুলেছেন। এভাবে তারা কেন নারীদের গর্ভপাত ঘটে তা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। বিজ্ঞানী ড. কেথি নিয়াকান বলেন, মৌলিক জীববিজ্ঞানের কিছু প্রশ্নের সমাধান বের করতে প্রথমবারের মতো মানুষের ভ্রুণে পরিবর্তন আনা হয়েছে। এই সফলতায় আমরা খুবই বিস্মিত।-বিবিসি অনলাইন
×