ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মানববন্ধন

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, নিপীড়ন ও জাতিগত নিধনের প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। এতে স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো বলেন, রোহিঙ্গাদের ওপর অমানবিক দমন নিপীড়ন নিশ্চিতভাবেই মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মতৈক্যের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এটি আজ পরিষ্কার। এর ফলে দলে দলে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ, দেশে সৃষ্টি করেছে মানবিক সঙ্কটের। সভাপতি বক্তব্যে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাখাইনে আজ কেবল রোহিঙ্গা নয় বরং মানবতা বিপর্যস্ত। এই বিপর্যয় আজ ছুঁয়ে গেছে বিশ্বের প্রতিটি মানবতাবাদী মানুষের হৃদয়। বিশ্ব বিবেক আজ বিস্মিত হয়ে দেখছে মিয়ানমারের সামরিক বাহিনী ও শান্তিতে নোবেল জয়ী সুচি সরকারের করুণ জাতিগত নিধনযজ্ঞ। এটি কোন আকস্মিক ঘটনা নয়। বরং এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর প্রকৌশলী ড. হাবিবুর রহমান, ড. রশিদ উল্লাহ ও সংগঠনের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোফাচ্ছের হোসেন জীবন, মোখতার আহমেদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি, অধ্যাপক জাহাঙ্গীর আলী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান হিমেল, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি
×