ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাউবো-সেনাবাহিনী সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৮:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

পাউবো-সেনাবাহিনী সমঝোতা স্মারক সই

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের অভ্যন্তরে বন্যানিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে ‘ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। ৫৫৮ কোটি টাকা ব্যয় সম্বলিত এই প্রকল্পটি ২০২০ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিএনডি এলাকার প্রায় ২০ লাখ মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে। খবর বাসস’র। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস এবং ঢাকা সেনানিবাসের প্রকল্প পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ রুমিও নওরীন খান উপস্থিত ছিলেন।
×