ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্মী সেনাবাহিনীকে একযোগে চাপ দিতে হবে ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৮:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

বর্মী সেনাবাহিনীকে একযোগে চাপ দিতে হবে ॥ বার্নিকাট

জনকন্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনীকে একযোগে চাপ দিতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বার্নিকাট একথা বলেন। মিয়ানমারের সহিংসতাকে জাতিগত নিধনযোগ্য, হত্যাযজ্ঞ বা গণহত্যা যে যে নামেই ডাকুক না কেন মার্শা বার্নিকাট মনে করেন এই পরিস্থিতি মারাত্মক, ভয়াবহ ও দুঃখজনক। এ অবস্থায় আর চুপচাপ বসে থাকার সুযোগ নেই। নিরাপত্তা পরিষদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কথায় তারই প্রতিধ্বনি ঘটেছে। বার্নিকাট বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের এ এক চরম বহিঃপ্রকাশ। কতটা বিপজ্জনক পরিস্থিতি, কতটা ভয়, আতঙ্ক আর হুমকিতে এত বিপুল মানুষ এত অল্প সময়ে ঘর ছেড়েছে, দেশ ছেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর নাম নিয়ে একেকজন একেক কথা বলবে। কিন্তু আমি বলব নিঃসন্দেহে এটা এক ভয়ানক মানবিক বিপর্যয়।’
×