ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ভার্সিটির উদ্যোগ

দুই দিনব্যাপী আইসিবিএম সম্মেলন শুরু

প্রকাশিত: ০৮:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৭

দুই দিনব্যাপী আইসিবিএম সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক ইউনিভার্সিটির উদ্যোগে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট (আইসিবিএম)-২০১৭’। প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন পরিচালনা করছে ব্র্যাক বিজনেস স্কুল। এদিকে উচ্চশিক্ষার মান উন্নয়নে ইউল্যাব ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যপী ‘টিচিং ফর এ্যাক্টিভ লার্নিং’ শীর্ষক সার্টিফিকেট কোর্স। কোর্সে এবার পাবলিক ও প্রাইভেট পর্যায়ের ১৪ বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষক অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে হোটেল ওয়েস্টিনে শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট (আইসিবিএম)। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালিব। ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক বিজনেস স্কুলের ডাঃ মির্জা আজিজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ও ব্র্যাক বিজনেস স্কুলের ড. সালেহউদ্দিন আহমেদ প্রমুখ। সম্মেলনের শেষ দিনে একটি ‘ইন্ডাস্ট্রি টকের’ আয়োজন করা হয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান এর শীর্ষ ব্যক্তিরা তাদের বক্তব্য রাখবেন। উচ্চ শিক্ষার মান উন্নয়নে ইউল্যাব ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যপী ‘টিচিং ফর এ্যাক্টিভ লার্নিং’ শীর্ষক সার্টিফিকেট কোর্স। ইউল্যাব ক্যাম্পাসে এ কোর্সের মুখ্য ফ্যাসিলেটর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির, ইউল্যাব রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×