ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৌহিদুর রহমান

বই ॥ পরিব্যাপ্ত বিভার সন্দর্শন

প্রকাশিত: ০৬:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

বই ॥ পরিব্যাপ্ত বিভার সন্দর্শন

বিচিত্র, বহুমাত্রিক, মৌলিক প্রতিভার উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাঁর বিপুল সৃষ্টি সম্ভারকে একমোড়কে গ্রন্থিত করা প্রায় অসম্ভব। এই জটিল ও দুরূহ কাজটি সাবলীল, একনিষ্ঠভাবে করার চেষ্টা করেছেন তরুণ রবীন্দ্র লেখক বেলাল বাঙালি। রবীন্দ্রবিষয়ক প্রবন্ধ সঙ্কলন ‘বিচিত্র বিভায় রবীন্দ্রনাথ’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। যা প্রথম প্রকাশিত হয় গত ফেব্রুয়ারির অমর একুশে বইমেলায়। নাতিদীর্ঘ উনিশটি সুলিখিত, তাৎপর্যপূর্ণ, বৈচিত্র্যময়, অনবদ্য প্রবন্ধের সম্মিলনর ঘটেছে এতে। বলাবাহুল্য যে এটি গবেষণাধর্মী বা রবীন্দ্রসাহিত্য সমালোচনা নয়। মূলত ১৯৬১’র রবীন্দ্র জন্মশতবার্ষিকীর পূর্বাপর অপরাজনীতি, তাঁর বিচিত্র প্রতিভার সুলুক সন্ধান, মানসভূমির চারিত্র্য দর্শন সর্বোপরি কবির সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করার, বোঝার, একটা নির্জলা প্রয়াস বিচিত্র বিভায় রবীন্দ্রনাথ। বই বিমুখ, প্রযুক্তি আসক্ত নবীন পাঠকের রুচি-বোধ-মনন উপলক্ষ্য করে রচিত হলেও এর বিষয়বস্তু নির্বাচন, বর্ণনাভঙ্গি, বুননশৈলী বিদগ্ধ পাঠককেও শেষপৃষ্ঠা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। বইটি প্রচুর দুর্লভ তথ্য, তত্ত্ব, বিচিত্র উপাদান ও ব্যতিক্রমী ব্যঞ্জনায় ভরপুর। এতে প্রায় সবার ক্ষুধা, তৃষ্ণা ও আগ্রহ মেটানোর রস-রসদ বিদ্যমান। রবীন্দ্রনাথের সমাজ ও স্বদেশচিন্তা, বিশ্বভাবনা, ধর্মবোধ, হিন্দু-মুসলিম সম্প্রীতি, নারীভাবনা, ঈশ্বরবোধ, আধ্যাত্মবাদ এমনকি ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়-অনুষঙ্গ এমনই জীবন্ত হয়ে উঠেছে যে- ক্ষুদ্র আসলে তুচ্ছ নয়। অবশেষে আমরা যে রবীন্দ্রনাথের মুখোমুখি দাঁড়াই তাতে বিস্ময়াভিভূত না হয়ে উপায় নেই। জাতি রাষ্ট্রের নিরিখে বাংলাদেশ আজ অভাবিত যুগ সন্ধিক্ষণে উপস্থিত। নানাবিধ সঙ্কট-সংগ্রাম-আগ্রাসন-পীড়ন-বৈষম্যের মধ্য দিয়ে পৃথিবী পার করছে সর্বগ্রাসী দহনকাল। বিশ্বশান্তি ও মানবিক পৃথিবীর স্বপ্নদ্রষ্টা রবীন্দ্রনাথ বাঙালী জাতিসত্তা ও সংস্কৃতির অনির্বাণ বাতিঘর। আমাদের নিজ গরজেই বার বার তাঁর কাছেই ফিরে যেতে হবে। জাতির রুচি-মনন-দর্শন-দৃষ্টিভঙ্গি নির্মাণ, সংস্কৃতির যাত্রাপথ নির্ধারণ, সাংস্কৃতিক দৈন্য ও সঙ্কট নিরসনে আমাদের অনিবার্য গন্তব্য রবীন্দ্রনাথ। তিনি যেমনটি বলেছেন- ‘সঙ্কট উত্তরণের পথ সঙ্কটের গভীরেই নিহিত।’ বেলাল বাঙালির কুশলী কলমে দৃঢ়তা, যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে এই সত্যই পুনর্ব্যক্ত হয়েছে। প্রত্যাশা করছি আলোচ্য গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে।
×