ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কানের রকমারি দুল

প্রকাশিত: ০৫:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৭

কানের রকমারি দুল

পূজার আগমনী বার্তা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই ভিড় জমতে শুরু করেছে দোকানে এবং শপিংমলে। বিক্রি হচ্ছে রকমারি জামাকাপড়। ঢল নেমেছে অলঙ্কারেরও। প্রতিবছরের মতো এবারও বাজার ছেয়েছে নতুন ধরনের কানের দুল। কিন্তু কোন পোশাকের সঙ্গে কোন্ ধরনের গহনা মানাবে, কোন্ দুল পরলে আপনি নজরকাড়া সুন্দরী হয়ে উঠবেন সেটা জেনে নেয়া দরকার। না হলে আপনার সাজ ঠিক উপযুক্ত হবে না। এক রঙা শিফন শাড়ি এর সঙ্গে ট্রেন্ডি গোল্ডেন রঙের স্টোন সেটিং দুল পরতে পারেন। কানে বসানো উজ্জ্বল রঙের এই দুলে আপনাকে এলিগ্যান্ট দেখতে লাগবে। এছাড়াও এখন ময়ূরের পেখমের মতো বিভিন্ন পাথরের সেটিংয়ের কানে বসানো দুল পাওয়া যায়। কানের লতি থেকে উপর দিকে ছড়ানো এই নতুন ডিজাইনের কানের দুল এ বছর পূজার ফ্যাশনে ইন। একরঙা শাড়ির সঙ্গে বেশ মানাবে। যে কোন চেহারা বা সব ধরনের কমপ্লেক্সনের সঙ্গেই ভাল মানিয়ে যাবে। তাই এবারের পূজায় একটু অন্যরকম সাজতে চাইলে এই ফ্যাশনেবল ইয়ার রিং ট্রাই করতেই পারেন। এছাড়াও মানাবে জয়পুরি ঘরানার দুল, ক্যারাটলেন দুল, ফেস্টিভ গোল্ডেন কানের দুল, পার্ল সেটিং দুল, ট্রেন্ডি জার্মান সিলভার দুল, ফিস স্টইলের কানের দুল। ওয়ান পিস ড্রেস ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে সাধারণত কানে বসানো দুল পরলে বেশি ভাল দেখতে লাগে। আর্টিফিসিয়াল ডায়মন্ড বসানো কানের দুল। কানের লতিতে পেঁচানো দুলও এই ধরনের ড্রেসের সঙ্গে মানায়। একে ডোরা ইয়ার কাফ বলে। এছাড়াও এই ধরনের ড্রেসের সঙ্গে আপনাকে মানাবে রেইন ড্রপ দুল, হ্যান্ড ক্রাফ্ট দুল, ছোট ইরিডেসা দুল, বোহ-চিক দুল, পার্সোনালাইজড দুল, এ্যালফাবেট দুল। চুড়িদার চুড়িদারের সঙ্গে মানায় কুন্দনের দুল। আনারকলি চুড়িদারের সঙ্গে ভারি একটি কুন্দনের দুল পরলে আপনাকে আর কোন গয়নাই পরতে হবে না। এক দুলেতেই কেল্লামাত করে ফেলতে পারবেন। এছাড়াও কয়েন দুল, ডেঙ্গলারসও ভীষণই মানানসই। জিন্স-টপ পূজার পাঁচ দিনে পাঁচ রকম সাজ চাই-ই-চাই। সেই ফ্যাশন তালিকায় জিন্স-টপ থাকতেই হবে। তবে এই ড্রেসের সঙ্গে কানের ভূষণটি মানানসই না হলে কিন্তু স্মার্ট এ্যান্ড গর্জিয়াস লাগবে। তাই চট করে জেনে নিন পশ্চিমী পোশাকের সঙ্গে কোন দুল মানাবে। এক্ষেত্রে মেটালিক টপ, কোরিয়ান স্টাইলের দুল, মাল্টিস্টাইল ডিজাইনার দুল বা সিঙ্গলস্টোন দুল পরলে ভাল লাগবে। স্কার্ট-টপ এই ধরনের পোশাকের সঙ্গে বোহেমিয়ান দুল সব থেকে বেশি মানানসই। তাছাড়া ব্রুনেট, ক্রস দুল, রেড লিপ দুল, কার্টিলেজ পিয়ার্সিং দুল, গোল্ড নেম, এ্যারোবিক দুলও পরতে পারেন। মডেল : আয়েশা মারজানা ছবি : নাঈম ইসলাম
×