ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়মান সাদিক

পাঞ্জাবি আমার প্রিয় ফ্যাশন

প্রকাশিত: ০৫:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৭

পাঞ্জাবি আমার প্রিয় ফ্যাশন

প্রতিটি মানুষই ভিন্ন সত্তার অধিকারী, কোন কিছু নিয়ে প্রত্যেকেরই নিজস্ব কিছু ভাবনা থাকে। ফ্যাশন নিয়ে আপনারও তেমন কিছু একান্ত ভাবনা থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে ফ্যাশনকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? -এটা নিয়ে আসলে সেভাবে কখনও চিন্তা করে দেখিনি। আপনাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্পিচ দিতে দেখে থাকি। সেদিক থেকে বিচার করলে আপনি ব্যস্ত একজন মানুষ। এত ব্যস্ততার মাঝে নিজের ফ্যাশনকে গুরুত্ব দেওয়ার সুযোগ কতটুকু? -অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি পাঞ্জাবি পরেন কেন? আঘে সচরাচর টি-শার্ট পরে সেশনে যেতাম। এরপর কিছুদিন যাওয়ার পর আমার মনে হয়েছে ফ্যাশনের ক্ষেত্রে বয়সটাকে গুরুত্ব দিতে হচ্ছে প্রয়োজনের খাতিরে। প্রিয় রঙের কথা আসলে কোনটিকে বেছে নিবেন? -ছোটবেলাইয় কাল রঙের পোশাক সব থেকে বেশি পছন্দ করতাম। এমন অবস্থা যে পুরো ওয়ার্ড্রোব শুধু কাল রঙের টি শার্ট আর প্যান্ট এ ভরে গেল। আম্মু-আব্বু বেশ বিরক্ত ছিলেন কালো পোশাকের প্রতি আসক্তি দেখে। তবে এখন তেমন কোন প্রিয় রং আসলে নেই। যখন যেটা দেখে ভাল লাগে তখ্যন সেটাই পরি। প্রিয় ফ্যাশন অনুষঙ্গ কোনগুলো? -ঐ যে প্রয়োজনের খাতিরে পাঞ্জাবি পরা যে শুরু করেছিলাম এখন সেটাই প্রিয় হয়ে গিয়েছে। প্রায় সব সময়ই এখন পাঞ্জাবি পড়া হয়। বেশ আরামদায়ক তাই স্বাচ্ছন্দ্যে এখন সব জায়গায় পাঞ্জাবি পড়ে যাই। একই পাঞ্জাবি পড়ে যেহেতু বিয়ে, মিটিং, ওয়ার্কশপ সব জায়গায় যাই তাই এটাই এখন আমার প্রিয় ফ্যাশন অনুষঙ্গ বলা যায়। ৫. কোন ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেশীয় না পশ্চিমা? -অবশ্যই দেশীয়। সারাদিন তো আসলে পাঞ্জাবি পরে থাকি। দেশীয় কাপড়ের মধ্যে এখন শুধু লুঙ্গি পরার অভ্যাসটা করা বাকি। এমন কোন ফ্যাশন অনুষঙ্গ আছে যেটা ছাড়া নিজের ফ্যাশনকে অসম্পূর্ণ মনে হয়? হাতঘড়ি। বাসা থেকে বের হোয়ার সময় মোবাইলের সঙ্গে মানিব্যাগের পর আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় হাত ঘড়ি। হাতে সবসময় একটা এনালগ ঘড়ি চাই। পছন্দের কোন ব্র্যান্ড যাদের জিনিস সংগ্রহ করতে ভাল লাগে? -সাধারণত ণবষষড়ি থেকে পাঞ্জাবি কিনি, কারণ এখানের মিডিয়াম সাইজ এর পাঞ্জাবি এত সুন্দর করে ফিট হয়ে যায় যে দেখে মনে হয় দর্জিকে মাপ দিয়ে বানানো। ঘড়ির ক্ষেত্রে তেমন কোন প্রিয় ব্র্যান্ড নেই। তবে ডিজিটালের থেকে এনালগ ব্র্যান্ডগুলো বেশি প্রিয়। তারূণ্যের প্রতীক বলতে যা বুঝানো হয় তার সব গুণই আপনার মাঝে বিরাজমান। অনেক তরুণের কাছেই আপনি অনুকরণীয়। সেক্ষেত্রে বর্তমান তরুণদের ফ্যাশন ভাবনাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? -ফেসবুকে ছবি পোস্ট করার চাহিদার থেকে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর চাহিদার প্রতি গুরুত্ব দেওয়াটা প্রয়োজন মনে হয়। ছবিতে কোন পোশাকটা বা জুতাটা ভাল লাগবে এটা চিন্তা করে সারাদিন অস্বস্তিকরভাবে কাটানো উচিত নয়। নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিলে বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি।
×