ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে ত্রাণবাহী নৌকায় বৌদ্ধ বিক্ষোভকারীদের হামলা

প্রকাশিত: ০৫:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে ত্রাণবাহী নৌকায় বৌদ্ধ বিক্ষোভকারীদের হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন অভিযানের শিকার মুসলিম রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী একটি নৌকার ওপর স্থানীয় বৌদ্ধ বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। বুধবার রাখাইনের রাজধানী সিত্তের বন্দরে প্রায় ৫০ টন ত্রাণসামগ্রী নৌকায় বোঝাই করার সময় লাঠি ও ধাতব দ- নিয়ে হামলা চালানো হয়। খবর এএফপির। এ সময় নৌকার উদ্দেশে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুড়ে বৌদ্ধদের ছত্রভঙ্গ করে দেয়। আটজনকে আটকও করা হয়েছে। নৌকাটি সংঘাত কবলিত মংডুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বৃহস্পতিবার দেশটির তথ্য কমিটির উদ্ধৃতি দিয়ে একথা জানায়। ত্রাণবাহী নৌকাটিতে প্লাস্টিক শিট, বালতি ও মশারি ছিল। প্রায় তিনশ’র মতো বৌদ্ধ বিক্ষোভকারী নৌকাটি ঘিরে ফেলে। তাদের হাতে ছিল লোহার রড। ত্রাণ সংস্থাগুলো বলছে, প্রাণ বাঁচাতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছেন কিংবা যারা এখনও রাখাইনে আছেন, তাদের সবার ত্রাণ সহায়তা দরকার। কিন্তু মিয়ানমারের রাখাইন অঞ্চলে এখনও যেসব রোহিঙ্গা মুসলমান অবস্থান করছেন, তাদের জন্য ত্রাণ পাঠানো মোটেও সহজ কাজ নয়। রাখাইনে ত্রাণ সংস্থার কাজের ওপর সরকারী নিষেধাজ্ঞা যেমন আছে, তেমনি বৌদ্ধরাও চায় না যে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানো হোক। সিত্তে বুধবার রাতে যখন আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র ত্রাণ নৌকায় তোলা হচ্ছিল, তখন কিছু মানুষ সেখানে জড়ো হয়। সরকারের লোক বলছে, কয়েকশ বিশৃঙ্খল মানুষ বেশ আগ্রাসী হয়ে ওঠে এবং নৌকায় ত্রাণ তুলতে বাধা দেয়। এ সময় পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। মিয়ানমার সরকারের একজন কর্মকর্তা বলেন, মানুষ ভেবেছিল এ সাহায্যগুলো শুধু বাঙালীদের জন্য পাঠানো হচ্ছে। আইসিআরসির একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। কিন্তু এর বিস্তারিত কিছু তারা জানা যায়নি। আইসিআরসির ওই কর্মকর্তা বলেন, আমাদের লোকজন তাদের সঙ্গে আলোচনা করেছে। তাদের জানানো হয়েছে, আমরা সবাইকে সহায়তা করি এবং স্বচ্ছভাবে কাজ করি। ত্রাণবাহী নৌকাটি এখনও সিত্তে আছে।
×