ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

প্রকাশিত: ০৫:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকায় বৃহস্পতিবার সকালে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণবাহী একটি ট্রাক খাদে পড়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। হতাহতদের সবাই রেড ক্রিসেন্টের শ্রমিক ও কর্মী। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হতাহতদের আর্থিক সহায়তা করা হবে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত এদের নাম পরিচয় জানা যায়নি। চাকঢালা সীমান্তে বাংলাদেশী অংশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি যাচ্ছিল। দুর্গম পাহাড়ী এলাকা অতিক্রমকালে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে এটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন ও স্থানীয় হাসপাতালে ৩ জন প্রাণ হারায়। দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্টের বান্দরবান জেলা সেক্রেটারি একেএম জাহাঙ্গীর ঘটনাস্থলে পৌঁছেন। তিনি জানান, চাকঢালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় শিবিরে বিতরণের জন্য ত্রাণসামগ্রী নেয়া হচ্ছিল। ত্রাণকাজে সহায়তার জন্য ২১ জন শ্রমিক ছিলেন।
×