ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গান কবিতায় উদীচীর স্মরণে হেলেন করিম

প্রকাশিত: ০৫:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

গান কবিতায় উদীচীর স্মরণে হেলেন করিম

স্টাফ রিপোর্টার ॥ গত মে মাসে না ফেরার দেশে পাড়ি জমান উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য হেলেন করিম। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের এই ঘনিষ্ঠ সহযোদ্ধাকে স্মরণ করা হলো বৃহস্পতিবার। এদিন বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে উদীচী। হেলেন করিমকে শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয়েছে গান, শিল্পিত উচ্চারণে পঠিত হয়েছে কবিতা, পরিবেশিত হয়েছে নাচ। সেই সঙ্গে তাকে নিবেদিত আলোচনায় অংশ নিয়েছেন সংগঠনের সদস্যরা। স্মরণানুষ্ঠানের শুরুতেই হেলেন করিমের পরিচিতি পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সাংস্কৃতিক পর্বে একক কণ্ঠে গান শুনিয়েছেন তাজিম সুলতানা, মঞ্জুশ্রী দাশগুপ্তা, মাহমুদ সেলিম ও সুরাইয়া পারভীন। আবৃত্তি পরিবেশন করেন বদরুল আহসান খান ও বেলায়েত হোসেন। সত্যেন সেনকে নিয়ে হেলেন করিমের লেখা থেকে কিছু অংশ পাঠ করেন শিখা সেনগুপ্তা। ‘ও আলোর পথযাত্রী’ গানটির সুরে নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা আফরিন। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনাসভায় অংশ নেন শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, মাহফুজ আলী মল্লিক, মোনায়েম সরকার, আব্দুল হালিম, মোফাখারুল ইসলাম জাপান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ, মির্জা কামরুন্নাহার মলি, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং হেলেন করিমের সন্তান তমাল মেহেদী। আজ ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘খাঁচা ব্রিটিশ শাসনামলের গল্প নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারি নির্মিত হলো সরকারী অনুদানের চলচ্চিত্র ‘খাঁচা’। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। হাসান আজিজুল হকের কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়া আহসান, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, আকরাম খান, সাদিকা রহমান রাইসা প্রমুখ। আজ শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার তেজগাঁর চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল কালাম আজাদ এবং ছবির পরিচালক আকরাম খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ শুক্রবার থেকে ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ দেশের ৬টি প্রেক্ষাগৃহে। দেশের অন্য প্রেক্ষাগৃহগুলো হলোÑ ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), টি কে সিনেপ্লেক্স (সিরাজদিখান) ও কলোল সিনেমা হল (মধুপুর)। ছবির কাহিনীতে আবর্তিত হয়েছে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনামলে ধর্মের ভিত্তিতে দেশভাগকে কেন্দ্র করে। ধর্মের ভিত্তিতে জন্ম হয় দুই রাষ্ট্রের। হিন্দুদের জন্য ভারত আর মুসলিমদের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র। হিন্দুদের একটি বড় অংশ পাকিস্তান থেকে রওনা দেয় ভারতে আর ভারত থেকে মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তানে। সাম্প্রদায়িক অসহিষ্ণুতা আর অর্থনৈতিক মন্দার এই সময়ে পূর্ব পাকিস্তানের ব্রাহ্মণ অম্বুজাক্ষের পরিবার সিদ্ধান্ত নেয় ওপার বাংলার মুসলিম পরিবারের সঙ্গে ভিটেবাড়ি বিনিময়ের মাধ্যমে দেশান্তরের। ভাগ্য পরিবর্তনের আশায় বারবার দেশান্তরের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। দেশান্তরের মধ্যে দিয়ে মুক্তির আকাক্সক্ষা আর কঠিন বাস্তবতার গরাদ ভাঙ্গতে না পারার অসহায়ত্বের গল্প খাঁচা।
×