ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেয়ার্নকে হটিয়ে শীর্ষে ডর্টমুন্ড

প্রকাশিত: ০৫:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

বেয়ার্নকে হটিয়ে শীর্ষে ডর্টমুন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বরুশিয়া ডর্টমুন্ড। বুধবার তারা ৩-০ গোলে স্বাগতিক হামবুর্গকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে। হামবুর্গের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে বরুশিয়া ডর্টমুন্ড। দলকে প্রথম এগিয়ে দেন জাপানি তারকা সিনজি কাগাওয়া। ম্যাচের ২৫ মিনিটে ওমের টপরাকের সহায়তায় স্বাগতিকদের জালে বল জড়ান তিনি। বিরতিতে যাওয়ার আগেই অবশ্য আরও দুটি গোল আদায় করে দলকে বড় ব্যবধানে এগিয়ে দিতে পারতেন ক্রিস্টিয়ান পুলিসিক ও এন্ড্রি ইয়ারমোলেনকো। কিন্তু সহজ সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বরুশিয়ার হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক ওবামেয়াং। ইয়ারমোলেনকোর বাড়িয়ে দেয়া বল দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। প্রতিপক্ষের গোল পোস্টের সামনে দিয়ে ছুটে যাওয়া বলে আলতো টোকায় গোল করেন গ্যাবনের এই ফুটবল তারকা ফুটবলার। এটি ছিল চলতি মৌসুমে তার চতুর্থ এবং সহজতম গোল। ডর্টমুন্ডের গোলরক্ষক রোমান বুরকি বলেন, ‘দ্বিতীয়ার্ধের ওই গোলটি ছিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ম্যাচের বয়স যখন ৮০ মিনিট তখন হামবুর্গের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। আর তাতেই ৩-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া। ম্যাচ শেষে বরুশিয়ার কোচ পিটার বোজ এক সাক্ষাতকারে বলেন, ‘ম্যাচটি খুব একটা সহজ ছিল না। কারণ হামবুর্গ আমাদের চাপের মধ্যে রেখেছিল। শুধু একটি ভাল দলই পারে এমন অবস্থায় জয়লাভ করতে। যেমনটি আজ আমরা করেছি। যোগ্য দল হিসেবেই আমরা জয় পেয়েছি।’ বুধবার লীগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্ট ১-০ গোলে এফসি কোলনকে, হার্থা বার্লিন ২-১ ব্যবধানে বেয়ার লেভারকুসেনকে এবং হফেনহেইম ৩-২ গোলে পরাজিত করে মেইঞ্জকে। এছাড়া এফসি ফ্রেইবার্গ ও হ্যানোভারের ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। ইনজুরিতে এ্যাঞ্জেলো ম্যাথুস স্পোর্টস রিপোর্টার ॥ আবার ইনজুরিতে পড়েছেন এ্যাঞ্জেলো ম্যাথুস। পেশির চোটের কারণে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন (২৮ সেপ্টেম্বর) দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন সাবেক লঙ্কান আধিনায়ক। ইনজুরি সমস্যার সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়ছেন ৩০ বছর বয়সী ম্যাথুস। গত ১২ মাসে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন দলটির সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার। ম্যাথুসের অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই বটে। সাম্প্রতিক বাজে পারফর্মেন্সে দলের মনোবল এমনিতেই পড়তির দিকে। সর্বশেষ ঘরের মাটিতে ভারতের কাছে তিন ফরমেটেই ধরাশায়ী হয়েছে তারা। একটি ম্যাচেও জিততে পারেনি।
×