ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-পাক ক্রিকেট দেখার আশায় ফারুক

প্রকাশিত: ০৫:২২, ২২ সেপ্টেম্বর ২০১৭

ভারত-পাক ক্রিকেট দেখার আশায় ফারুক

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় ৫ বছর পেরিয়ে গেছে ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। রাজনৈতিক, কূটনৈতিক রেষারেষি এবং সীমান্তে দুই দলের সেনাসদস্যদের মধ্যে যুদ্ধংদেহী অবস্থানের প্রভাবের কারণেই এটি ঘটেনি। উভয় দেশের ক্রিকেট বোর্ড সিরিজ খেলার বিষয়ে ইতিবাচক থাকলেও সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে জটিলতায় তা হচ্ছে না। কিন্তু ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার আশাবাদী সম্পর্কের উন্নয়ন ঘটবে দু’দেশের মধ্যে এবং অচিরেই দ্বিপাক্ষিক সিরিজও আয়োজিত হবে। প্রায় ১০ বছর আগে সর্বশেষবার টেস্ট সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। ২০০৭ সালের নবেম্বরের শেষভাবে ভারত সফরে গিয়েছিল পাকরা। তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারত জিতেছিল ১-০ ব্যবধানে। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোন টেস্ট সিরিজ হয়নি দু’দলের মধ্যে। তবে ২০১২ সালের ডিসেম্বরের শেষদিকে ভারত সফরে ২ টি২০ ও ৩ ওয়ানডের সিরিজ খেলেছিল পাকিস্তান দল। সেটিই দু’দলের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এরপর থেকে অবশ্য বেশ কয়েকবার আইসিসির ইভেন্টে একাধিকবার ওয়ানডে ও টি২০ খেলেছে দু’দল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ আর হয়নি। কিন্তু অচিরেই আবার দ্বিপাক্ষিক সিরিজ হওয়া নিয়ে আশাবাদী ফারুক ইঞ্জিনিয়ার। অথচ দুই দলের ক্রিকেটীয় লড়াই বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়, আনন্দ-বেদনার এক বিশাল উপলক্ষ এবং বাণিজ্যিকভাবেও বেশ লাভজনক। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) চায় উভয় দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক প্রতিস্থাপিত হোক। তারা দুই বোর্ডের সঙ্গে নিরন্তর আলোচনায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার পাক-ভারত লড়াই দেখার সুযোগ হয়েছে বিশ্ববাসীর। গ্রুপপর্বে জিতেছিল ভারত এবং আরেকবার ফাইনালে মুখোমুখিতে জয় পায় পাকিস্তান। কিন্তু নতুন করে দুই দলের ক্রিকেটীয় লড়াই হওয়ার কোন সুযোগ নেই। অতীতেও এমন হয়েছে বেশ কয়েকবার। একসময় ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার ৪৬ টেস্ট খেললেও একটা ম্যাচও খেলেননি পাকিস্তানের বিরুদ্ধে। অথচ ১৯৬১ থেকে ১৯৭৫ এই ১৪ বছর তিনি টেস্ট ক্রিকেট খেলেছেন। তবে সেটা নিয়ে আক্ষেপ নেই ফারুকের। তিনি চান দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ দ্রুতই ফিরে আসুক। এ বিষয়ে তিনি বলেন, ‘খুব ভাল একটা পরিস্থিতি ছিল (ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি), সুস্বাদ বলা যেতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে এখন সরকারের ওপর। তবে আমি আশা করছি অচিরেই দু’দেশের মধ্যে আমরা দ্বিপাক্ষিক সিরিজ দেখতে পারব।’ জাতীয় সিনিয়র টিটি চ্যাম্পিয়নশিপ স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ-ইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪-২৯ অক্টোবর পর্যন্ত জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ইভেন্টগুলো হলো : পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত। আগ্রহী খেলোয়াড়দের সংযুক্ত এন্ট্রি ফরমে খেলোয়াড়দের পূর্ণ নাম, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ঠিকানা ও জন্ম তারিখ সংস্থার প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদক/অতিরিক্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে আগামী ১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
×