ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বন্দ্বের অবসান!

অনুশীলনে পাশাপাশি নেইমার-কাভানি

প্রকাশিত: ০৫:২১, ২২ সেপ্টেম্বর ২০১৭

অনুশীলনে পাশাপাশি নেইমার-কাভানি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রিকিক ও পেনাল্টি নিয়ে নেইমার ও এডিনসন কাভানির দ্বন্দ্ব এখন সবার মুখে মুখে। তবে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এই দুই বিদেশী তারকা হয়তো সব বিভেদ ভুলে গেছেন। এমন নমুনা দেখা গেছে বৃহস্পতিবারের অনুশীলনে। প্যারিসে পিএসজির অনুশীলনে পাশাপাশি খোশ মেজাজেই দেখা গেছে ব্রাজিলিয়ন নেইমার ও উরুগুয়ের কাভানিকে। অনুশীলনে নেইমার ও কাভানিকে দেখে মনে হচ্ছে তাদের মধ্যকার দ্বন্দ্ব মিটে গেছে। তবে সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা। নেইমার নাকি ইতোমধ্যেই পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, কাভানির সঙ্গে মানিয়ে চলা সম্ভব নয়। গত রবিবার লিঁওর বিরুদ্ধে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে ফ্রিকিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু জাতীয় দলের সতীর্থ দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। এর কয়েক মিনিট পর (ম্যাচের ৭৯তম মিনিটে) পিএসজি পেনাল্টি নেইমার স্পট কিক নেয়ার চেষ্টা করেন। তবে কাভানি সেটি হতে দেননি। নিজেই এগিয়ে আসেন কিক নিতে। এটি নিয়ে নেইমার বেশ অসন্তোষ প্রকাশ করেন, তর্ক করেন। তর্কে জেতেন কাভানিই। তবে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ওই ঘটনার পর থেকেই পিএসজি আশা করেছিল নেইমার ও কাভানি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলবেন। তবে গুঞ্জন বের হয় এই ইস্যু নিয়ে ড্রেসিং রুমেও দু’জনের মধ্যে বাকবিত-া হয়। এমনকি নেইমার নাকি টুইটার থেকে নেপোলির সাবেক ফরোয়ার্ডকে ‘আনফলো’ করে দেন। এখন অনুশীলনে দু’জনকে পাশাপাশি দেখা গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
×