ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২০, ২২ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

প্রেমিকার অনশন ॥ প্রেমিক আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্ত্রীর দাবি আদায়ে প্রেমিকের বাড়িতে অনশনকারী প্রেমিকার অভিযোগের প্রেক্ষিতে প্রেমিক ইউপি সদস্য ইরন মিয়াকে আটক করেছে পুলিশ। নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামে ইরনের বাড়িতে অনশন করেন নিলুফা। স্ত্রীর মর্যাদা আদায়ের দাবিতে অনশনরত নিলুফাকে ওই দিন দুপুরে বিশ্বনাথ থানার এএসআই বিনয় কুমার চক্রবর্তী উদ্ধার করে নিয়ে আসেন। নিলুফা বেগম ইরনের চাচাত বোন ও একই বাড়ির বাসিন্দা ইদ্রিছ আলীর মেয়ে। পুলিশ নিলুফা বেগমকে থানায় নিয়ে আসার পর ইরন মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। নিলুফা বেগম জানান, ২০০৯ সাল থেকে দীর্ঘ আট বছর ধরে ইরনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। পাশাপাশি ঘরের বাসিন্দা হওয়ায় প্রায়ই গোপনে মেলামেশা করতেন তারা। ২০১৭ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের দাবি নিয়ে কথা বলেন প্রেমিক ইরন মিয়ার সঙ্গে। কিন্তু ইরন মিয়া বারবার বিয়ের আশ্বাস দিলেও নানা অজুহাতে সময় পার করতে থাকেন। পানি সমস্যা সমাধানে সভা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীসহ শহরতলী এলাকার পানির সমস্যা সমাধানে ভূউপরিভাগের পানির আধার রক্ষায় এক আলোচনা সভা বৃহস্পতিবার নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক আব্দুল লতিফ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত। সভায় বক্তব্য রাখেন- পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট কামরুজ্জামান, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ব্লাস্ট খুলনার সমন্বয়কারী আশোক কুমার সাহা প্রমুখ। দুই যুবকের ১৪ বছর করে কারাদ- নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ সেপ্টেম্বর ॥ ঝিনাইগাতীতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে শিশু আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবকরা হলো- ঝিনাইগাতীর কুচনীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে লোকমান হোসেন ও ফরহাদ আলীর ছেলে বিকম মিয়া। উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ মার্চ সকাল ১০টার দিকে ওই মাদ্রাসাছাত্রীকে লোকমান হোসেন ও বিকম মিয়া জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ঘটনায় মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে লোকমান, বিকমসহ ছয়জনকে আসামি করে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সুনামগঞ্জে বিজ্ঞানমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২১ সেপ্টেম্বর ॥ সুনামগঞ্জে ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারী এসসি (সতীশ চন্দ্র) বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিলনায়তনে এ বিজ্ঞান ও প্রযুক্তিমেলার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিজ্ঞান ও প্রযুক্তিমেলার উদ্বোধনী অনুণ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, দেশে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে একটি বৈপ্লবিক পরিবর্তন আসছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোঃ সফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। সিলেটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ এলজিএসপি-২’র ৩৬ লাখ ৩১ হাজার ৮২০ টাকা তসরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ বাবুল ও ইউপি সচিবের বিরুদ্ধে তদন্তক্রমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অভিযোগ অস্বীকার করে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ বাবুল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে আসা চিঠির জবাব সোমবার দিয়েছি। এলজিএসপি-২ এর টাকায় যেসব কাজ করিয়েছি, তাতে প্রকৌশলীরও স্বাক্ষর আছে। ফাইল, রেজুলেশন সবই আছে। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অর্থ তসরুপের জবাব চেয়ে চেয়ারম্যান বরাবরে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার তিনি কর্মস্থলে ছিলেন না, তাই চিঠির জবাব এসেছে কিনা তা তার জানা নেই। স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ চেয়ারম্যান ও ইউপি সচিব কর্তৃক ৩৬ লক্ষাধিক টাকা তসরুপের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই ইউনিয়ন চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। উপজেলা আ’লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২১ সেপ্টেম্বর ॥ পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বর্ধিত সভা চলাকালে দুপক্ষের সংঘর্ষে ২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরগুনা সার্কিট হাউস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতদের মধ্যে অধিকাংশই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকির অনুসারী। জানা গেছে, বরগুনা সার্কিট হাউসে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে সার্কিট হাউসসংলগ্ন এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন ও ফারজানা সবুর রুমকির অনুসারীরা। মামলা নিয়ে সহকর্মীদের অভিযোগ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা আক্তার জাহান জলির আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রায় এক বছর পর অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সেই অভিযোগপত্র নিয়ে অভিযোগ করেছেন তার সাত সহকর্মী এবং এই মামলার সাক্ষীরা। মামলার অভিযোগপত্রে সাক্ষীদের যে জবানবন্দী উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে বৃহস্পতিবার দুপুর একটায় সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি ও মামলার সাক্ষী প্রদীপ কুমার পা-ে দাবি করেন, অভিযোগপত্রে আমাদের সাত শিক্ষকের নামে ১৬১ ধারায় যে জবানবন্দী দাখিল করা হয়েছে তা সত্য নয়। নানা রকম বিভ্রান্তিকর তথ্য সেখানে উপস্থাপন করা হয়েছে। বন্তুত আমরা কেউ কোন জবানবন্দী দেইনি।
×