ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কারাতে রেফারিদের সংবর্ধনা

প্রকাশিত: ০৫:২০, ২২ সেপ্টেম্বর ২০১৭

আন্তর্জাতিক কারাতে রেফারিদের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কারাতে রেফারি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। শ্রীলঙ্কার কলম্বোতে গত ৩-৬ আগস্ট পর্যন্ত একেএফ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কারাতে রেফারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় বাংলাদেশ থেকে মজিবুর রহমান, আওলাদ হোসেন, এস ইসলাম শুভ, শরীফজাদা কাউসার আহমেদ ও লতা পারভীন আন্তর্জাতিক কারাতে রেফারি পরীক্ষায় অংশ নিয়ে বেশ ভালভাবেই উত্তীর্ণ হন। এই ৫ জন বাংলাদেশ কারাতে ফেডারেশনের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে আন্তর্জাতিক কারাতে রেফারি হওয়ার গৌরব অর্জন করেন। বৃহস্পতিবার এনএসসি টাওয়ার সভাকক্ষে কারাতে ফেডারেশনের পক্ষ থেকে এই ৫ জনতে আন্তর্জাতিক কারাতে রেফারিকে ক্রেস্ট, ব্লেজার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারাতে রেফারি বিএম আশরাফুল ইসলাম।
×