ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্সে ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর শুরু

প্রকাশিত: ০৫:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

মাস্টার্সে ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এলএলবি ১ম পর্ব/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফর্মেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ( অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে পাওয়া যাবে। সাতক্ষীরায় দুই জনকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুজনকে কুপিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পুষ্পকাটি গ্রামের শেফাতুল্লাহ শেখের ছেলে রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রফিকুল ও মনিরুল পুষ্পকাটির একটি দোকানে বসে থাকা অবস্থায় একই গ্রামের মোকছেদ গাজী, শাহাদাৎ হোসেন, তরিকুল ইসলামসহ আট-দশজন চাপাতি, রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় রফিকুল ও মনিরুলের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×