ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ০৫:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২১ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর মান্দারতলা নামক জায়গায় এক সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। তার নাম নিতুনজিরা খাতুন। দ্রুতগামী এ্যাম্বুলেন্সের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহত ওই শিশুর মা, বাবা ও বোন আহত হয়েছে। পুলিশ ঘাতক এ্যাম্বুলেন্সটি আটক করেছে। জানা গেছে, কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের সিরাজুল ইসলাম দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে মনিরামপুরের লক্ষণপুর গ্রামের নিহত নিতুনজিরার নানির বাড়ি থেকে একটি ইজিবাইকে কেশবপুর আসার সময় মান্দারতলায় যশোরের দিক থেকে আসা দ্রুতগামী এ্যাম্বুলেন্স তাদের ইজিবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় নিতুনজির ছিটকে পড়লে ঘাতক এ্যাম্বুলেন্স তার মাথার উপর দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে নিতুনজিরার মাথা থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় নিহতের পিতা সিরাজুল ইসলাম, মাতা রুমা ও বোন মুঞ্জুরা মারাত্মক আহত হয়। ফরিদপুর মোটরবাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তরুণ আসিবুর রহমান টুকু (২১)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিবুর রহমান ঢাকার মধুবাগ এলাকার বাসিন্দা। নিহতের বন্ধু মধুখালীর তানভীর আহমেদ জানান, আসিবুর রহেমান, আদনান ও তিনি (তানভীর) দুটি মোটরসাইকেলে করে মধুখালী ফিরছিলেন। মধুখালীর মাঝকান্দিতে পৌঁছলে রাজশাহী থেকে বরিশালগামী পদ্মা পরিবহনের একটি বাস আসিবুরের মোটরবসাইকেলটির সামনের দিক থেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভালুকায় পথশিশু নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে গাড়িচাপায় রফিকুল ইসলাম নয়ন (১২) নামে এক পথশিশু নিহত হয়েছে। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি গাড়িচাপায় সুনামগঞ্জ জেলার বিরামপুর উপজেলার জিয়াউর রহমানের ছেলে রফিকুল ইসলাম নয়ন ঘটনান্থলেই মারা যায়।
×