ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাই ফুটবল

আজ ইয়েমেনের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

আজ ইয়েমেনের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে বুধবার কাতারের দোহায় শুরু হওয়ার কথা ছিল এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা। কিন্তু আমিরাত শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় ম্যাচটি আর হয়নি। আমিরাত নাম প্রত্যাহার করায় এখন গ্রুপে দল থাকলো তিনটি বাংলাদেশ, কাতার ও ইয়েমেন। আমিরাত ফিক্সার হওয়ার পর নাম প্রত্যাহার করায় এএফসি তাদের অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি তাদের বড় অঙ্কের আর্থিক জরিমানাও করবে এএফসি। ম্যাচ কমে যাওয়ার পর বাংলাদেশ এখন প্রথম ম্যাচ খেলবে ইয়েমেনের বিরুদ্ধে আজ শুক্রবার, বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে। আরব আমিরাত নাম প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশকে এখন খেলতে হবে দুটি মাত্র ম্যাচ। আজ ইয়েমেন বাধা পেরুতে পারলেই ২৪ সেপ্টেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানান, ‘বৃহস্পতিবার আমরা এখানে আউটার স্টেডিয়ামে দেড় ঘণ্টারও বেশি সময় অনুশীলন করেছি। দলের সবাই মানসিক ও শারীরিকভাবে ফিট আছে।’ আমিরাত মাঠে উপস্থিত না হওয়ায় বুুধবার মাঠে নামতে হয়নি বাংলাদেশকে। কিন্তু ইয়েমেনকে ঠিকই ম্যাচ খেলতে হয়েছে কাতারের সঙ্গে। আর তাই প্রতিপক্ষদের থেকে কিছুটা বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। মাঠে নামার আগে ইয়েমেন এবং কাতার দুই দলেরই ম্যাচ দেখা সম্ভব হয়েছে তাদের পক্ষে। তাই কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ জানান, ‘আমাদের প্রথম প্রতিপক্ষ ইয়েমেন। বুধবার আমরা কাতার ও ইয়েমেনের ম্যাচ দেখেছি। ইয়েমেন দলটা খুবই ভাল এবং শক্তিশালী। তাদের সম্পর্কে কিছু ধারণা হয়েছে। ম্যাচ দেখে তাদের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করেছি। আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে ভাল ফলের জন্য তৈরি আছে। ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ বাংলাদেশ দলের অধিনায়ক ইয়াসিন আরাফাতের অভিমত, ‘আমাদের দল ইয়েমেনের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কোচের নির্দেশ ও কৌশল মেনে মাঠে ভাল ফল অর্জনের চেষ্টা থাকবে আমাদের। লড়াইটা আমাদের মাতৃভূমির জন্য। সবাই আমাদের জন্য দোয়া চাইবেন।’
×