ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০৫:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরে প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দরে পল্লীতে রাতের অন্ধকারে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ম-পের সব প্রতিমার মাথা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত শেষে উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের ডাঙ্গীরপাড়া বটতলী দুর্গাপূজা ম-পে ঘটেছে। ওই পূজাম-প কমিটির সম্পাদক দিলীপ কুমার রায় জানান, গভীর রাত পর্যন্ত প্রতিমার কারিগররা প্রতিমায় রঙের কাজ করেছেন। তারা চলে যাওয়ার পর আমরা রাত ৩টা পর্যন্ত ম-প পাহারা দিয়েছি। সে সময় পর্যন্ত ম-পের সব প্রতিমাই অক্ষত ছিল। সকালে আমরা ম-পে এসে দেখতে পাই প্রতিমাগুলোর মাথাগুলো দুর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে। এতে করে সাধারণ পূজারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দিনাজপুর জেলা সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্শি বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ওই পূজাম-প পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দিনাজপুর জেলা সভাপতি স্বরুপ কুমার বক্শি বাচ্চু বলেন, আমরা হিন্দু-মুসলমান সৌহাদ্যপূর্ণভাবে ও সম্প্রতির মধ্যে বসবাস করি। একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এ অপকর্মটি সাধন করেছে।আমরা এ ঘৃণ্যতম অপকর্মের তীব্র নিন্দা জানাই এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ বিচার প্রার্থনা করছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে রজতজয়ন্তী উৎসব স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হওয়ায় রজতজয়ন্তী উৎসব পালিত হতে যাচ্ছে। গাজীপুরের মূল ক্যাম্পাসসহ ১১টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবুল কাসেম শিখদার জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ, সমন্বয়কারী, টিউটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নেবেন। আগামী ২ অক্টোবরের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ ২০০ শিক্ষার্থী প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে অনলাইনে ৭শ’ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অংশ নিতে পারবে।
×