ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তামিম!

প্রকাশিত: ০৫:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তামিম!

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় যেতে না যেতেই দুঃসংবাদ। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পড়েছেন। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নেমেই ইনজুরিতে পড়েন তামিম। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথমদিনেই তামিম চোট পেয়েছেন। ১৩ বলে মাত্র ৫ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়েছেন। চোটের ধরন এখনও পুরোপুরি জানা যায়নি। তবে যতদূর জানা গেছে খেলার চতুর্থ ওভারের দ্বিতীয় বলে পেসার মিগায়েল প্রিটোরিয়াসের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে তামিমের মাংশপেশিতে টান লাগে। তাতেই তামিম আর ঝুঁকি নেননি। ‘রিটায়ার্ড হার্ট’ হন। তামিমের ইনজুরি শঙ্কা খুব গুরুতর নয় বলেই জানা গেছে। তবে স্ক্যান করার পরই প্রকৃত ঘটনা জানা যাবে। পেশিতে টান পড়লে সাধারণত দুইদিন বিশ্রামে থাকতে হয়। এরপর ধীরে ধীরে হাঁটা শুরু করতে হয়। এমনও হতে পারে দুই সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকতে হয়। এটা পেশিতে কি ধরনের চোট পাওয়া গেছে তার ওপর নির্ভর করে। তামিমকেও স্বাভাবিকভাবেই দুইদিন বিশ্রামে থাকতে হবে। এরপর যদি স্ক্যান করে গুরুতর কিছু ধরা পড়ে তাহলে প্রথম টেস্ট খেলা ভেস্তে যাবে। এমনও হতে পারে দ্বিতীয় টেস্টও খেলতে পারবেন না তামিম। তবে সবকিছুই নির্ভর করছে স্ক্যান করার ওপর। স্ক্যান রিপোর্ট ভাল আসলে তামিমের টেস্ট সিরিজ খেলা নিয়ে কোন ঝুঁকি নাও থাকতে পারে। বাংলাদেশ সময় দুপুর দুইটায় বেনোনির উইলোমুর পার্কে শুরু হয় প্রস্তুতি ম্যাচটি। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম। দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু মাংশপেশিতে টান পড়ায় তাকে মাঠ ছাড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৬ মাসের ছুটি চেয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ছুটি পেয়েছেন। সাকিবহীন বাংলাদেশ দল এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। এখন যদি তামিমও শেষ পর্যন্ত না খেলতে পারেন তাহলে বাংলাদেশ দলের বিপদ ঘনিয়ে আসবে। দলের চার সিনিয়র (মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ) ক্রিকেটারের মধ্যে যদি দুই সিনিয়র (তামিম, সাকিব) না থাকেন তাহলে দলতো আরও দুর্বল হয়ে পড়বে। দলের সেরা ওপেনারও থাকবেন না, আবার দেশের সেরা অলরাউন্ডারও নেই। দক্ষিণ আফ্রিকা তো সুযোগটি ভালভাবেই কাজে লাগাতে চাইবে। তবে এখনও তামিম যে টেস্ট সিরিজ খেলবেন না তা নিশ্চিত নয়। তামিমের ইনজুরির স্ক্যান রিপোর্ট মিললে সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে।
×