ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগ

এনসিএল দ্বিতীয় রাউন্ডেও খেলবেন মাশরাফি

প্রকাশিত: ০৫:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৭

এনসিএল দ্বিতীয় রাউন্ডেও খেলবেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। লীগের প্রথম স্তরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা-রংপুর ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-বরিশাল এবং দ্বিতীয় স্তরে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রো-সিলেট ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী-চট্টগ্রাম লড়াই অনুষ্ঠিত হবে। এ রাউন্ডেও খেলবেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত খুলনার মাশরাফি বিন মর্তুজা। তিন বছর পর লম্বা সংস্করণের ক্রিকেটে ফিরেছেন মাশরাফি। চলমান ১৯তম এনসিএলের প্রথম রাউন্ডে খেলেছেন। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এবারের জাতীয় লীগে খেলায় লীগটাও রঙ্গিন হয়ে উঠেছে। তবে এ রাউন্ডই শেষ। এরপর আর এবার লীগে খেলবেন না। খেলতে পারবেনও না। দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে হবে। ওয়ানডে সিরিজ খেলতে হবে। মাশরাফির আসল উদ্দেশ্যও জাতীয় লীগে খেলা ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে ভালভাবে শাণিয়ে নেয়াই মূল লক্ষ্য ছিল। তাই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এনসিএলের দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না তা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় দূর হয়ে গেছে। সোমবার আবু নাসের স্টেডিয়ামে ড্র হওয়া খুলনা-রংপুর ম্যাচ শেষে মাশরাফি দ্বিতীয় ম্যাচে খেলার ব্যাপারে নিশ্চিত করেন। পরে খুলনা বিভাগের কোচ এমদাদুল বাশার রিপনও মাশরাফি দ্বিতীয় ম্যাচে খেলবেন বলে জানান। সেই হিসেবে আজ খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটিতেও খেলবেন মাশরাফি। রংপুরের বিপক্ষে ম্যাচে বেশ ভাল পারফর্মেন্স ছিল মাশরাফির। প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও বেশ নিয়ন্ত্রিত ছিল তার বোলিং। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের খরচায় তুলে নেন প্রতিপক্ষের শীর্ষ তিন উইকেট। অনেকদিন পর সাদা পোশাক গায়ে চড়াতে পেরে খুশি মাশরাফিও। প্রত্যাশার চেয়ে এদিন ভাল বোলিং করেছেন বলে জানান তিনি। প্রথম রাউন্ডে আট দলের মধ্যে কেবল জয় পেয়েছে রাজশাহী। নিজেদের মাঠে সিলেট বিভাগকে ৬ উইকেটে হারায় রাজশাহী। এছাড়া ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ-রংপুর বিভাগের মধ্যকার বাকি তিন ম্যাচই ড্র হয়। এবার টানা চলতে থাকবে লীগের খেলা। প্রথম ও দ্বিতীয় স্তরের প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ডাবল লীগ পদ্ধতিতে একদল প্রতিপক্ষের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। লীগ শেষে প্রথম স্তরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। প্রথম স্তরে সবার নিচে থাকা দলটি দ্বিতীয় স্তরে নামবে। দ্বিতীয় স্তরে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা দল প্রথম স্তরে উন্নীত হবে। আজ দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। এতেও মাশরাফিও খেলবেন।
×