ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা টেস্ট দলে দুই নতুন মুখ

প্রকাশিত: ০৫:১৫, ২২ সেপ্টেম্বর ২০১৭

শ্রীলঙ্কা টেস্ট দলে দুই নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দল আবার জেগে উঠেছে বেশ ভালভাবেই। বিশেষ করে গত জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর উজ্জীবিত এবং বেশ গোছানো একটি দলে পরিণত হয়েছে তারা ওয়ানডে ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঘরের মাটিতেও আন্তর্জাতিক সিরিজ খেলেছে আইসিসি বিশ্ব একাদশের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজটি তারা জিতেছে ২-১ ব্যবধানে। এবার তাদের বড় পরীক্ষা টেস্ট ক্রিকেটে। কারণ দুই অন্যতম নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটসম্যান মিসবাহ-উল-হক এবং ইউনুস খানকে ছাড়াই খেলতে হবে। খর্বশক্তির দলে পরিণত হওয়া পাকরা চলতি মাসের শেষদিকে দুই টেস্টের সিরিজ শুরু করবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সংগ্রামের মধ্যে থাকা লঙ্কানদের জন্যও বড় অগ্নিপরীক্ষা হবে এবার আরব আমিরাত সফরে। আর দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত লঙ্কান দলে একেবারে দুই নতুন মুখ জায়গা করে নিয়েছেন। দুই ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা ও রোশেন সিলভা সুযোগ পেয়েছেন। আবার ফিরেছেন লাহিরু থিরিমান্নে ও কৌশল সিলভা। তবে হাঁটুর ইনজুরির কারণে নেই এ্যাঞ্জেলো ম্যাথুস। সিরিজে ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ৩ টি২০ রয়েছে। এই সিরিজের সবচেয়ে আলোচিত দিক হচ্ছে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি। আর এর মাধ্যমে ২০০৯ সালের পর বিদেশী কোন দলের প্রথম ম্যাচ হবে (২০১৫ সালে জিম্বাবুইয়ের সফর বাদে) পাকিস্তানের মাটিতে। এবার বিশ্ব একাদশের বিরুদ্ধে সফলভাবে ও নিরাপদে তিন ম্যাচের টি২০ আয়োজনের আগেই অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট এতে সম্মতি জানিয়েছিল। সেটাও অবশ্য আইসিসি যখন বিশ্ব একাদশ পাঠাতে সম্মত হয় সেটার পর। লম্বা এ সিরিজের শুরুটা হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আরব আমিরাতের আবুধাবীতে প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর। পাকিস্তান দল ওয়ানডে ও টেস্টে বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে অবশ্য ৬ নম্বরে থাকায় শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে না তেমন। কিন্তু টি২০ ক্রিকেটে বর্তমানে বিশ্বের দুই নম্বর দল তারা। গত এপ্রিল-মে মাসে অধিনায়ক মিসবাহ ও অভিজ্ঞ ইউনুস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর এখন কঠিন পরীক্ষায় পড়তে হবে পাকদের। সরফরাজ আহমেদ এখন তিন ফরমেটেরই নেতৃত্বে রয়েছে। আর এই শক্তিমত্তা খর্ব হয়ে যাওয়া পাকদের বিরুদ্ধে টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা শ্রীলঙ্কার জন্যও মোক্ষম সুযোগ নিজেদের ফিরে পাওয়ার। তারা সম্প্রতি তিন ফরমেটের ক্রিকেটেই আছে বেশ চ্যালেঞ্জের মুখে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেরা অবসর নেয়ার পর থেকেই কঠিন সমস্যায় রয়েছে লঙ্কান ক্রিকেট দল। এরপর অধিনায়ক ম্যাথুস বেশ ভালভাবেই দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু নিজের অবিরাম ইনজুরি আর দলের সাফল্য না আসায় তিনি সরে দাঁড়িয়েছেন নেতৃত্ব থেকে। এখন পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেও খেলতে পারবেন না হাঁটুর ইনজুরির কারণে। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। তিনি দলে পেয়েছেন অভিজ্ঞ থিরিমান্নেকে। এই ব্যাটসম্যান সহকারী অধিনায়ক হিসেবেই ফিরেছেন। গত বছর জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন থিরিমান্নে। এছাড়া ওপেনার কৌশল সিলভাও ফিরেছেন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলার পর। পেস বোলিংয়ে অবশ্য দুশমন্ত চামিরা, লাহিরু কুমারাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমাল থাকবেন পেস আক্রমণের পুরোধা হিসেবে। এখন পর্যন্ত টেস্ট না খেলা দুই পেসার বিশ্ব ফার্নান্দো ও লাহিরু গামাগে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তবে সবচেয়ে চমক দুই আনকোরা মুখ সামারাবিক্রমা ও রোশেনের টেস্ট দলে জায়গা পাওয়া। সামারা প্রিমিয়ার লীগে এবার ৫৯.৭৬ গড়ে করেছেন ১০১৬ রান। তিনি উইকেটরক্ষক হলেও টেস্টে মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবেই খেলবেন। কারণ পরীক্ষিত উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা আছেন স্কোয়াডে। তবে গত বছরও টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন রোশেন। এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৫৫.৮১ গড়ে ৬১৪ রান করার কারণে আবার সুযোগ পেলেন। তাছাড়া তার প্রথমশ্রেণীর ক্রিকেটে ১৫৬ ম্যাচে ব্যাটিং গড় ৪৮.১৯। স্কোয়াডে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে আছেন উদীয়মান স্পিনার লক্ষণ সানদাকান। তবে জায়গা হয়নি ধনঞ্জয়া ডি সিলভা, মালিন্দা পুষ্পকুমারার। স্ট্যান্ডবাই হিসেবে আছেন ধনঞ্জয়া, দাসুন শানাকা, কুমারা, আকিলা ধনঞ্জয়া ও জেফরি ভ্যান্ডারসারি। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ দিনেশ চান্দিমাল (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত, কৌশল সিলভা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, রঙ্গনা হেরাথ, লক্ষণ সানদাকান, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু গামাগে।
×