ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, ২২ বছরে গ্যালাক্টিকোদের সবচেয়ে বাজে শুরু, টানা ৭৩ ম্যাচ ও ৫১২ দিন পর গোলবঞ্চিত ;###;ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা, হলো না এককভাবে বিশ্বরেকর্ড, রিয়াল মাদ্রিদ ০-১ রিয়াল বেটিস

রোনাল্ডোর ফেরার ম্যাচে রিয়াল মাদ্রিদের হার

প্রকাশিত: ০৫:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

রোনাল্ডোর ফেরার ম্যাচে রিয়াল মাদ্রিদের হার

স্পোর্টস রিপোর্টার ॥ এরচেয়ে বাজে শুরু আর হয় না। টানা দুই মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের শুরু থেকেই আছে ছন্দপতনে। স্প্যানিশ লা লিগায় নিদারুণ ব্যর্থতার স্বাক্ষর রেখে চলেছে তারা। প্রথম চার ম্যাচ তারা খেলে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই। এর মধ্যে দু’টিতেই ড্র করে। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবার রাতে লা লিগায় ফিরেছেন রোনাল্ডো। কিন্তু তাতে ভাগ্য ফেরেনি গ্যালাক্টিকোদের। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে পুরের ম্যাচে একতরফা আধিপত্য বিস্তার করে খেলেও গোল পায়নি স্বাগতিকরা। বরং ম্যাচের ইনজুরি সময়ে (৯৪ মিনিট) দারুণ এক গোল করে অনবদ্য জয় নিয়ে ফিরেছে রিয়াল বেটিস। অর্থাৎ রোনাল্ডোর ফেরার ম্যাচে রিয়াল হেরেছে ১-০ গোলে। এই হারে অনেক গৌরবময় রেকর্ড যেমন হাতছাড়া হয়েছে তেমনি গত ২২ বছরের মধ্যে লা লিগায় সবচেয়ে বাজে শুরু হয়েছে রিয়ালের। বর্তমানে লা লিগার প্রথম পাঁচটি ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৮ পয়েন্ট। গতবারের শিরোপা জয়ীরা এ মুহূর্তে আছে সপ্তম স্থানে। রিয়াল একের পর এক হোঁচট খেলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে প্রথম পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে বার্সা। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটাও তাদের দখলে। সি আর সেভেনের প্রত্যাবর্তন ম্যাচে তিন পয়েন্ট খুইয়ে ব্যাকফুটে চলে গেছে রিয়াল। গত ২০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো লীগে ঘরের মাঠে জিততে ব্যর্থ হয়েছে সান্টিয়াগো বার্নাব্যুর দলটি। সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ঘরের মাঠে লীগের শুরুর তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। সেবার হোম গ্রাউন্ডে তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। ২২ বছর আগে দুর্দশার শুরুর পর পয়েন্ট টেবিলের ষষ্ঠ নম্বরে থেকে মৌসুম শেষ করে রিয়াল। সেবার নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা জয় করে। মাত্র পাঁচ রাউন্ড শেষে এখনই শিরোপার হিসেব করা বোকামি। তবে বাজে শুরুর রেকর্ডটা ঠিকই হয়ে গেছে। রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচে গোল করতে না পারায় পেলের সান্তোসের রেকর্ড ভাঙ্গতে পারেনি রিয়াল। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের গড়া টানা ৭৩ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছিল রিয়াল। বেটিসের বিরুদ্ধে গোল করতে পারলেই নতুন ইতিহাস গড়তে পারতো জিনেদিন জিদানের দল। কিন্তু রোনাল্ডো, বেলরা ব্যর্থ হওয়ায় এককভাবে বিশ্বরেকর্ড হলো না তাদের। ২০১৬ সালের এপ্রিলের পর থেকে প্রতিটি ম্যাচেই গোল করে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। প্রায় ২৭ মাস পর প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি লস ব্লাঙ্কোসরা। সময়ের হিসেবে ৫১২ দিন পর কোন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল। আর ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল বেটিস। অন্যদিকে ২০১১ সালের পর লীগে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে রিয়াল। ঘরের মাঠে রিয়াল বেটিসের বিরুদ্ধে প্রায় পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখে খেলে রিয়াল। বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল বেটিসের রক্ষণভাগে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পাননি সুপারস্টাররা। ৯০ মিনিট পর্যন্ত খেলায় ছিল গোলশূন্য সমতা। আরও একটি ম্যাচে ড্র করে মাঠ ছাড়তে হবেÑ এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন রিয়াল সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার এ্যান্টোনিও সানাব্রিয়া। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে তিনি হেডে বল জড়িয়ে দেন রিয়ালের জালে। ফলে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, গত বছর আমরা যেভাবে বেটিসের বিরুদ্ধে ম্যাচ জিতেছিলাম তাতে আমাদের জেতার কথা ছিল না। আর এবার তার উল্টো হলো। যদিও লীগে এখনও অনেক ম্যাচ বাকি। শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। তবে আমাদের নিজেদের ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে। বেটিস বস কুইকিউ সেটিয়েন বলেন, এই মাঠে রিয়ালের বিরুদ্ধে জয় পাওয়াটা সত্যিই কঠিন। তাদের মতো দলের বিরুদ্ধে জিততে হলে গোলরক্ষককে অসাধারণ পারফর্মেন্স দেখাতে হবে। সঙ্গে সঙ্গে ভাগ্যও সহায় হতে হবে। আমরা জিতেছি এজন্য খুব খুশি।
×