ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ-শ্রমিক সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাক কারখানা ভাংচুর, গুলি

প্রকাশিত: ০৫:১০, ২২ সেপ্টেম্বর ২০১৭

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাক কারখানা ভাংচুর, গুলি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার কালিয়াকৈরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া- পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য ও ১২ শ্রমিক আহত হয়েছে। কারখানার এজিএম নাসির উদ্দিন বালী জানান, বেতন দেয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বেতন দেয়া শুরু হওয়ায় পরিস্থিতি শান্ত রয়েছে।
×