ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মিলে আগুন

ছয় শ্রমিকের লাশ হস্তান্তর, প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান

প্রকাশিত: ০৫:১০, ২২ সেপ্টেম্বর ২০১৭

ছয় শ্রমিকের লাশ হস্তান্তর, প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্র্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন থেকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর সিভিল সার্জন ডাঃ মু. ছিদ্দিকুর রহমান জানান, কেমিক্যালের বিষাক্ত গ্যাসের কারণেই শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলেই প্রতীয়মান হয়। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান মর্গে গিয়ে স্বজনদের সমমর্মিতা জানান।
×