ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সঙ্কট সমাধানের জন্য রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার কাছে পুরোপুরি ব্যাখ্যাও দাবি করা হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার প্রক্রিয়ার সঙ্গে রাশিয়া যেন যুক্ত হয়, ঢাকা এ অনুরোধ করেছে। রোহিঙ্গা শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ সরকার মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে পুনর্বাসনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের ১২টি অস্থায়ী শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রণালয় কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে এই অর্থ বরাদ্দ করেছে। খবর বাসস’র।
×