ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজরুল বাঙালীর চেতনার অগ্রদূত ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

নজরুল বাঙালীর চেতনার অগ্রদূত ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালীর চেতনার অগ্রদূত। শোষিত, নির্যাতিত, নিপীড়িত গণমানুষের হৃদয়ের এ কবি আমাদের সাহিত্য ভা-ারে রেখে গেছেন অফুরন্ত সম্পদ। সঙ্গীত, কবিতা, গল্প, উপন্যাস, কাব্যসহ বাংলাভাষা ও সাহিত্যের এমন কোন শাখা নেই, যেখানে এ কবি বিচরণ করেননি। কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালরিতে ‘নজরুল বক্তৃতা’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। নজরুল বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা আলীম। সাবেক উপাচার্য ফজলী হোসেন স্মরণসভা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক প্রফেসর ও এ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত মোঃ ফজলী হোসেন স্মরণে বৃহস্পতিবার গণিত বিভাগের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও মরহুমের জামাতা প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×