ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সংস্কারের অভাবে তিন ব্রিজ এখন মরণফাঁদ

প্রকাশিত: ০৪:১২, ২২ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে সংস্কারের অভাবে তিন ব্রিজ এখন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মাণের পর গত তিন যুগেও কোন সংস্কার না হওয়ায় জেলার আগৈলঝাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ তিনটি ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে ব্রিজগুলো দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী সহস্রাধিক জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি বিভাগ থেকে ব্রিজগুলো সংস্কারের জন্য কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগী এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থবছরে গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া সড়কের বরইতলায় এলজিইডির অর্থায়নে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যরে একটি ঢালাই ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর গত ১৮ বছরেও সংস্কার না করায় ব্রিজের বিভিন্ন স্থান ভেঙ্গে গত তিন বছর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হেঁটে ব্রিজ পারাপারেও চরম দুর্ভোগের শিকার হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত গৈলা, নাঘার, মোল্লাপাড়া, ভদ্রপাড়া গ্রামের শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ যাতায়াত করছেন। অপরদিকে গৈলা ইউনিয়নের তালতার মাঠ এলাকায় গত পনেরো বছর পূর্বে সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে আয়রন স্ট্রাকচারের সøাব ব্রিজ নির্মাণের পর দীর্ঘদিনেও সংস্কার না করায় গত পাঁচ বছর পূর্বে ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনসাধারণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ওই ব্রিজ দিয়ে প্রতিদিন গৈলা ইউনিয়নের ঐচারমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয়, অশোক সেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ জনসাধারণ উপজেলা সদরে যাতায়াত করে থাকে। গৈলা ইউনিয়নের দাসেরহাট থেকে সেরাল হয়ে মাহিলাড়া সড়কের দাসপট্টি নতুন হাটের পূর্ব পাশে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রিজটিও গত ১৫ বছরে সংস্কার না হওয়ায় দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন তিনটি ব্রিজ দিয়ে জনসাধারণের চলাচলে দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ব্রিজগুলো পুনঃনির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজগুলো নির্মাণ ও সংস্কার করা হবে।
×