ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোরশেদ আলম খন্দকার

প্রকাশিত: ০৪:০২, ২২ সেপ্টেম্বর ২০১৭

উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোরশেদ আলম খন্দকার

মোঃ মোরশেদ আলম খন্দকার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংকে যোগ দিয়েছেন। তিনি সোনালী ব্যাংকে ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অঞ্চলপ্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস, ঢাকা-১-এ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকা-ের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। -বিজ্ঞপ্তি শাবিতে গবেষণায় পূবালী ব্যাংকের ২৫ লাখ টাকা অনুদান শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপক এম এ হালিম চৌধুরী। ব্যাংকটির বাৎসরিক অনুদানের অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়। এছাড়া প্রথম ছাত্রী হলের ওয়াইফাই সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত দুই লাখ টাকা হস্তান্তর করে ব্যাংকটি। ‘চেক হস্তান্তর’কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সকল অনুষদের ডিনবৃন্দ ও পূবালী ব্যাংকের পক্ষ থেকে সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক বি এম শহিদুল হক প্রমুখ।
×