ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষিপণ্য রফতানিতে আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১২ শতাংশ বেশি

প্রকাশিত: ০৪:০২, ২২ সেপ্টেম্বর ২০১৭

কৃষিপণ্য রফতানিতে আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১২ শতাংশ বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-আগস্ট মেয়াদে কৃষিপণ্য রফতানিতে আয় হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ১২ শতাংশ বেশি। একইসঙ্গে গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের চেয়ে এই খাতের রফতানি আয় ১৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেপ্টেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে কৃষিপণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ২ মাসে ৯ কোটি ৪৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এই সময়ে আয় হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। একই সঙ্গে গত অর্থবছরের জুলাই-আগস্ট মেয়াদের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে কৃষিপণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় ১৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রফতানিতে আয় হয়েছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম ২ মাসে আয় হয়েছিল ৯ কোটি ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ২ মাসে চা রফতানিতে আয় হয়েছে ৮৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৮৪ দশমিক ৬৯ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের রফতানি আয় ২ হাজার ৬৭৫ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে চা রফতানিতে আয় হয়েছিল ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ২ মাসে আয় হয়েছিল ৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই ও আগস্ট মাসে সবজি রফতানিতে ১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ে আয় হয়েছে ১ কোটি ২১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৭ শতাংশ কম। একই সঙ্গে আগের অর্থবছরের প্রথম ২ মাসের তুলনায় এ খাতের রফতানি আয় ৭ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ২ মাসে তামাকজাত পণ্য রফতানিতে আয় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫২ দশমিক ৮২ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের প্রথম ২ মাসের তুলনায় এই খাতের আয় ৪৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে ফল রফতানিতে আয় হয়েছে ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮৫ দশমিক ৫৫ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৩৫ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
×