ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৭৮০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০০, ২২ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে ৭৮০ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমে হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩০১ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৬ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি, এ´িম ব্যাংক, উত্তরা ব্যাংক, সামিট পাওয়ার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইফাদ অটো ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, শাহজালাল ইসলামী ব্যাংক, ডেল্টা স্পিনার্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, উত্তরা ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এ´িম ব্যাংক, ডেল্টা লাইফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইভিন্স টেক্সটাইল, দুলা মিয়া কটন, কে এ্যান্ড কিউ, লিগ্যাসি ফুটওয়্যার, সামাতা লেদার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইমাম বাটন, মুন্নু সিরামিক, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও গ্লোবাল হেভি কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
×