ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় সন্দেহভাজন ৭ জঙ্গী আটক

প্রকাশিত: ০৩:৫৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

মালয়েশিয়ায় সন্দেহভাজন ৭ জঙ্গী আটক

জঙ্গীগোষ্ঠী আবু সায়েফের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে ফিলিপিন্সের সাত নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া। গ্রেফতার ব্যক্তিরা কুয়ালালামপুর ও রাজধানী শহরটিকে ঘিরে থাকা সেলাঙ্গর রাজ্যে বিভিন্ন বেসরকারী কোম্পানির নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিল বলে বৃহস্পতিবার জানিয়েছে মালয়েশীয় পুলিশ। এএফপি। ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করা আবু সায়েফ ফিলিপিন্সের অস্থিরতা কবলিত দক্ষিণাঞ্চলে তৎপর একটি কট্টরপন্থি জঙ্গীগোষ্ঠী। বোমা হামলা, শিরñেদ, চাঁদাবাজি, মুক্তির পণের জন্য অপহরণ ইত্যাদি তৎপরতার জন্য গোষ্ঠীটি কুখ্যাত। প্রতিবাদ দিবস ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতের্তে ২১ সেপ্টেম্বরকে প্রতিবাদ দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন। ৪৫ বছর আগে এদিনে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। দিনটি দেশটিতে ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে আয়োজিত মিছিলে কম বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া পুলিশ বা সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকেই অংশ নেয়ার জন্য তিনি আহ্বান জানান। -ফিলিপাইন স্টার জার্মান নির্বাচনে উগ্র ডানপন্থী দল ৫ শতাংশ ভোট পেতে পারে জার্মানিতে অভিবাসন ও ইসলামবিরোধী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দেশের প্রথম কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী দল রবিবারের সাধারণ নির্বাচনে ৫ শতাংশ ভোট পাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পার্লামেন্টে প্রবেশ করছে। -এএফপি
×