ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের ত্রিপুরায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:৫৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

ভারতের ত্রিপুরায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে স্থানীয় এক টেলিভিশন নিউজ চ্যানেলের সাংবাদিককে বুধবার কুপিয়ে হত্যা করা হয়েছে। বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে। সিনহুয়া। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ে শান্তনু ভৌমিক নামের সাংবাদিক এ হামলার শিকার হন। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্ডিজেনাস পিপল’স ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) চার সদস্যকে গ্রেফতার করেছে। স্থানীয় টেলিভিশন নিউজ চ্যানেল দিনরাতে কর্মরত এক সাংবাদিক বুধবার বিকেলে আইপিএফটি ও ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ (টিআরইউজিপি) আয়োজিত বিক্ষোভ সমাবেশ কভার করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে প্রাণ হারান। ত্রিপুরা রাজ্যে সাংবাদিক হত্যার কঠোর নিন্দা জানানো হয়েছে।
×