ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান

প্রকাশিত: ০৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধিসহ দেশটির সরকারের ওপর অব্যাহত চাপ সৃষ্টির পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলেছেন, চাপ সৃষ্টি ছাড়া মিয়ানমার সরকার কোনভাবেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে না। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও মানবাধিকার রক্ষার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব মতামত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কোন বিকল্প নেই। তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। একইভাবে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ারও বিকল্প নেই। তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে। সুলতানা কামাল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই বলা যায়, সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই কার্যক্রম যথেষ্ট কিনা ও অন্যান্য দেশ উদ্বুদ্ধ হচ্ছে কিনা, তা দেখতে হবে। লিখিত বক্তব্যে তিনি মোট ১১টি সুপারিশ তুলে ধরেন। এতে বলা হয়, ‘রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সম্মানজনক সমাধান না হলে এই অঞ্চলের জন্য বিশেষত ভারতসহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর জন্য একটি প্রধান ও স্থায়ী নিরাপত্তা সমস্যার সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। যার সুযোগ নেয়ার হীনউদ্দেশ্যে আন্তর্জাতিক ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলো আগে থেকেই সক্রিয় আছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই সংশ্লিষ্ট সব দেশের সরকারকে এই মর্মে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, অধ্যাপক অজয় রায়, এ্যাডভোকেট তবারক হোসেন প্রমুখ।
×