ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববাসীর টেকসই ভবিষ্যত গড়তে এক সঙ্গে কাজ করব ॥ হাসিনা

প্রকাশিত: ০৮:২১, ২১ সেপ্টেম্বর ২০১৭

বিশ্ববাসীর টেকসই ভবিষ্যত গড়তে এক সঙ্গে কাজ করব ॥ হাসিনা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্ববাসীর টেকসই উন্নয়ন গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সদর দফতরে ‘এসডিজি অর্থায়নের জন্য নীতি ভিশন তৈরি’ এসডিজি খাতে বেসরকারী খাতের বিনিয়োগের জন্য সুবিধা বাড়ানো বিষয়ক এক শীর্ষ সভায় তিনি বক্তৃতা করছিলেন। খবর ওয়েব সাইটের। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) সহযোগিতায় এ সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ও কানাডা। প্রধানমন্ত্রী বলেন, কিভাবে আমরা একসঙ্গে ভবিষ্যতে কাজ করতে পারি সেখানে এজন্য আলোচনা করতে এসেছি। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের উদ্ধৃতি দিয়ে বলেন, আঙ্কটাডের তথ্য মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বের প্রতিবছর ৩.৩ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। এই বিপুল অঙ্কের অর্থের যোগান আমাদের সরকারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই আর্থিক প্রয়োজনে বেসরকারী খাতগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের জনগণ ও পৃথিবীর জন্য টেকসই ভবিষ্যত গড়তে বাণিজ্যিক অবদানকে উৎসাহিত করতে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই। পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করল বাংলাদেশ জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং জাতিসংঘের পক্ষে চুক্তিতে স্বক্ষর করেন মহাসচিব আন্তনিও গুতেরেস।
×