ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬৯তম এমি এ্যাওয়ার্ডস

প্রকাশিত: ০৬:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

৬৯তম এমি এ্যাওয়ার্ডস

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’ এর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ৬৮তম এমি এ্যাওয়ার্ডস। মার্কিন টেলিভিশন অঙ্গনের সর্বোচ্চ সম্মাননার এবারের আসর বসেছিল লস এ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে। টেলিভিশনের ‘অস্কার’ তুল্য এমি এ্যাওয়ার্ডসের ৬৯তম আসরে সেরা ড্রামা সিরিজের মতো সামনের সারিসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে স্ট্রিমিং সার্ভিস হুলুর ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’। এইচবিওর লিমিটেড সিরিজ ‘লিটল বিগ লাইস’ও পেয়েছে পাঁচটি সম্মান। একই চ্যানেলের ‘ভিপ’-এর ঘরে গেছে সেরা কমেডি সিরিজসহ সর্বোচ্চ দুটি পুরস্কার। ড্রামার সিরিজের মধ্যে ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’, ‘বেটার কল সাউল’, ‘দ্য ক্রাউন’, ‘হাউস অব কার্ডস’, ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘দিস ইজ আস’ হেরে গেল ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর কাছে। এটি তৈরি হয়েছে ১৯৮৫ সালে প্রকাশিত মার্গারেট এ্যাটউডের উপন্যাস অবলম্বনে। এতে যৌন দাসত্বে বাধ্য হওয়া এক নারীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন এলিজাবেথ মস। কেরি রাসেল (দ্য আমেরিকানস), ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন), রবিন রাইট (হাউস অব কার্ডস), ভায়োলা ডেভিস (হাউ টু গেট এ্যাওয়ে উইথ মার্ডার) ও ইভান চেল উডকে (ওয়েস্ট ওয়ার্ল্ড) হটিয়ে এই স্বীকৃতি পেলেন তিনি। ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের স্বীকৃতিও গেছে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ তারকা এ্যান ডাউডের হাতে। এছাড়া পরিচালনা ও চিত্রনাট্য শাখায় সেরা হয়েছে সিরিজটি। লিমিটেড সিরিজ বিভাগে ‘বিগ লিটল লাইস’-এর কাছে ধরাশায়ী হয়েছে ‘ফার্গো’, ‘ফিউড : বেটি এ্যান্ড জোয়ান’, ‘জিনিয়াস’, ‘দ্য নাইট অফ’। লিমিটেড সিরিজের সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান, সেরা পার্শ্ব অভিনেতা আলেক্সান্ডার স্কার্সগার্ড ও সেরা পার্শ্ব অভিনেত্রী লরা ডার্ন— তিনজনই ‘বিগ লিটল লাইস’ তারকা। একই সিরিজের জন্য জ্যঁ-মার্ক ভ্যালির হাতে গেছে সেরা পরিচালকের স্বীকৃতি। কমেডি সিরিজ বিভাগে ‘ভিপ’ ছিল ‘আটলান্টা’, ‘ব্ল্যাক-ইশ’, ‘মাস্টার অফ নান’, ‘মর্ডার্ন ফ্যামিলি’, ‘সিলিকন ভ্যালি’, ‘আনব্রেকেবল কিমি শ্মিট’-এর জন্য হতাশার। ‘ভিপ’-এর জন্য টানা ষষ্ঠবারের মতো সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস- ড্রেফাস। এনবিসি চ্যানেলের ‘স্যাটারডে নাইট লাইভ’-এর জন্য কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন এ্যালেক ব্যাল্ডউইন। তিনি বলেছেন, ‘শেষ পর্যন্ত জনাব প্রেসিডেন্ট, এই যে আপনার কাছে এমি এলো!’ গেম শো ‘দ্য এ্যাপ্রেন্টিস’-এর জন্য কখনও এমি না পাওয়ায় বরাবরই হতাশায় পুড়েছেন ট্রাম্প। সেজন্যই তাকে বিদ্রƒপ করলেন ব্যাল্ডউইন। কমেডি স্কেচ শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ নিয়মিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছদ্মবেশে হাজির হয়েছেন তিনি। তার সঙ্গে হিলারী ক্লিনটনের ভূমিকায় অভিনয়ের সুবাদে কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে কেট ম্যাককিননের কাছে। সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ পুরস্কারও পেয়েছে ‘স্যাটারডে নাইট লাইভ’। তবে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা জয় করলেও এমি এ্যাওয়ার্ডস এতদিন অধরাই ছিল, অবশেষে সেটাও জিতলেন হলিউড নন্দিনী নিকোল কিডম্যান। এইচবিওর নারীকেন্দ্রিক লিমিটেড সিরিজ ‘বিগ লিটল লাইস’-এ স্বামীর হাতে নির্যাতনের শিকার এক স্ত্রী ও মায়ের চরিত্রে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে জীবনের প্রথম এমি পেলেন তিনি। ‘বিগ লিটল লাইস’-এ তুলে ধরা হয়েছে পারিবারিক সহিংসতা। কিডম্যানের মতে, গৃহ নির্যাতন জটিল এক রোগ। এটি বাড়তে থাকে ধীরে ধীরে। আমাদের ধারণার চেয়েও বেশি। সমাজে লজ্জা ও গোপনীয়তায় ঢাকা থাকে এই চিত্র। টেলিভিশন এ্যাকাডেমি আমাকে এ পুরস্কার দিয়ে লুকিয়ে থাকা সহিংসতাকে আরও আলোতে নিয়ে এলো।’ অন্যদিকে এনবিসি চ্যানেলের ‘দিস ইজ আস’-এ শ্বেতাঙ্গ পরিবারে দত্তক থাকা আফ্রিকান-আমেরিকান পুরুষের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেতা হয়েছেন স্টার্লিং কে ব্রাউন। কেভিন স্পেসি (হাউস অব কার্ডস), এ্যান্থনি হপকিন্স (ওয়েস্ট ওয়ার্ল্ড) ও লিয়েভ শ্রাইবারের (রে ডোনোভান) মতো হলিউড তারকাদের হতাশ করেছেন তিনি। ড্রামা সিরিজের সেরা অভিনেতা বিভাগে ২০ বছর পর কোনও আফ্রিকান-আমেরিকান অভিনেতা আবারও পুরস্কার পেলেন। আনন্দকণ্ঠ ডেস্ক
×