ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা সফর

ভিসা জটিলতার অবসান হয়নি রুবেলের

প্রকাশিত: ০৬:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

ভিসা জটিলতার অবসান হয়নি রুবেলের

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার রুবেল হোসেন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি। কবে যেতে পারবেন তারও কোন নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই নিশ্চয়তা দিতে পারছে না। কেন? বিষয়টি নিয়ে বিস্তারিত জানালেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে, রুবেলেরটাসহ বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যের ভিসা কলম্বো থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা বিধান আছে যে, যে দেশে যাবে তাদের একটা ক্লিয়ারেন্স নিয়ে বিমানে উঠতে হয়। সে ক্ষেত্রে তার ক্লিয়ারেন্স আসেনি বলে সে যেতে পারেনি। আমরা বিষয়টা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে জানিয়েছি। তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করছে। সেখান থেকে ক্লিয়ারেন্স এলেই রুবেল দক্ষিণ আফ্রিকা যেতে পারবে।’ কবে যেতে পারবে? সেই নিশ্চয়তা দিতে পারলেন না বিসিবির সিইও, ‘এ ধরনের বিষয়ের জন্য কোন সময় নির্ধারণ থাকে না। যখন ক্লিয়ারেন্স আসবে এরপরের এ্যাভেইলেবল ফ্লাইটে আমরা তাকে তুলে দেয়ার চেষ্টা করব।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলের সবাই এখন দক্ষিণ আফ্রিকায় আছেন। শুধু রুবেল হোসেন আছেন দেশে। দলে থেকেও দক্ষিণ আফ্রিকার বিমানে চড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন রুবেলকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার অনুমতি না দেয়ায় এমিরেটস এয়ারলাইন্সও রুবেলকে বিমানে উঠতে দেয়নি। তাই রুবেলের এখনও দক্ষিণ আফ্রিকায় যাওয়া হয়নি। তবে দ্রুতই রুবেল যে দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন সেই আশ্বাস মঙ্গলবার দিয়েছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছিলেন, ‘ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দু’একদিন লাগবে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘বাংলাদেশের হয়ে সব জায়গায়ই তো খেলতে গিয়েছে। যেহেতু গত দুইদিন ওখানে বন্ধ ছিল, সেহেতু দেরি হচ্ছে। ওর সমস্যা সমাধানকল্পে কাজ হয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে সমাধান হয়ে যাবে। আর সমাধান তো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝি হলে ওকে তো আমরা বঞ্চিত করতে পারি না।’
×